How To Redecorate Your Room: সাজাব যতনে... নিজের ঘরকে করে তুলুন আরও মনোরম
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
How To Redecorate Your Room: ঘরে পছন্দসই ছবি লাগান। সুন্দর উইন্ডচাইম লাগাতে পারেন যার শব্দ আপনাকে ইতিবাচক শক্তি দেবে।
advertisement
advertisement
advertisement
advertisement
বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল রঙের নির্বাচন। সঠিক রঙের নির্বাচনই বসার ঘরকে সকলের কাছে করে তুলবে আকর্ষণীয়। গাঢ় রঙ, হাল্কা রঙ অথবা নানা ধরনের রঙের শেডের ব্যবহার এক্ষেত্রে করা যেতেই পারে। এখানে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে ঘরের রঙের সঙ্গে অন্য সব কিছুও যেন মানানসই হয়। বসার ঘরটি যে কোনও বাড়ির সারাংশ। বসার ঘরকে সুন্দর করলে আপনার পুরো বাড়িকে নতুন এবং সতেজ দেখাবে। পুরানো সোফার কভার এবং কুশন কভার পরিবর্তন করুন।
advertisement