Monsoon Tips: বর্ষায় কীভাবে শুকোবেন জামা-কাপড়, স্যাঁতস্যাঁতে জিনি পরলে হতে পারে ভয়ঙ্কর পরিণতি, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Monsoon Tips: বর্ষকালের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম হল জামাকাপড় শুকোতে না পারা। যার ফলে জামা কাপড় দীর্ঘ সময় ধরে ভিজে স্যাঁতস্যাঁতে থেকে যাচ্ছে। এমন জামাকাপড় পড়লে হতে পারে মারাত্মক পরিণতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর, শেষ বার কাপড় ধোয়ার সময় জলে কোনও জীবাণু-নাশক লোশন মেশান। কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনিগার বা বেকিং সোডা মিসিয়ে দিন। আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন। জামা কাপড় শুকিয়ে গেলে ইস্তিরি করে নিন। এতে জীবাণু মরবে আর কাপড়ও মসৃণ হবে।
advertisement
