Monsoon Tips: বর্ষায় কীভাবে শুকোবেন জামা-কাপড়, স্যাঁতস্যাঁতে জিনি পরলে হতে পারে ভয়ঙ্কর পরিণতি, জেনে নিন বিস্তারিত

Last Updated:
Monsoon Tips: বর্ষকালের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম হল জামাকাপড় শুকোতে না পারা। যার ফলে জামা কাপড় দীর্ঘ সময় ধরে ভিজে স্যাঁতস্যাঁতে থেকে যাচ্ছে। এমন জামাকাপড় পড়লে হতে পারে মারাত্মক পরিণতি।
1/8
টানা গ্রীষ্মের তীব্র দাবদাহের পর এসেছে স্বস্তির বৃষ্টি। কলকাতা সহ জেলায় জেলায় চলছে টানা বৃষ্টি। এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তি এনেছে। ঠিক তেমনই বয়ে নিয়ে এসেছে একাধিক উদ্বেগের কারণ।
টানা গ্রীষ্মের তীব্র দাবদাহের পর এসেছে স্বস্তির বৃষ্টি। কলকাতা সহ জেলায় জেলায় চলছে টানা বৃষ্টি। এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তি এনেছে। ঠিক তেমনই বয়ে নিয়ে এসেছে একাধিক উদ্বেগের কারণ।
advertisement
2/8
বর্ষকালের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম হল জামাকাপড় শুকোতে না পারা। যার ফলে জামা কাপড় দীর্ঘ সময় ধরে ভিজে স্যাঁতস্যাঁতে থেকে যাচ্ছে। ঘরের ফ্যানের নীচে বা বারান্দায় শকানোয় পুরোপুরি কড়কড়েভাবে শুকানো সম্ভব হচ্ছে না।
বর্ষকালের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম হল জামাকাপড় শুকোতে না পারা। যার ফলে জামা কাপড় দীর্ঘ সময় ধরে ভিজে স্যাঁতস্যাঁতে থেকে যাচ্ছে। ঘরের ফ্যানের নীচে বা বারান্দায় শকানোয় পুরোপুরি কড়কড়েভাবে শুকানো সম্ভব হচ্ছে না।
advertisement
3/8
যার ফলে জামা-কাপড়ে দুর্গন্ধ হচ্ছে। সেই সকল জামাকাপড় পড়তে হচ্ছে অনেককেই। কিন্তু সাবধান সূর্যের আলোতে না শোকানোয় সেই সকল জামা কাপড়ে জীবাণু বাসা বাঁধতে পারে। থাবা বসাতে পারে ছত্রাকও।
যার ফলে জামা-কাপড়ে দুর্গন্ধ হচ্ছে। সেই সকল জামাকাপড় পড়তে হচ্ছে অনেককেই। কিন্তু সাবধান সূর্যের আলোতে না শোকানোয় সেই সকল জামা কাপড়ে জীবাণু বাসা বাঁধতে পারে। থাবা বসাতে পারে ছত্রাকও।
advertisement
4/8
ফলে এমন জামা-কাপড় পড়ার ক্ষেত্রে খুব সাবধান। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। তা না হলে স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে হতে পারে মারাত্মক।
ফলে এমন জামা-কাপড় পড়ার ক্ষেত্রে খুব সাবধান। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। তা না হলে স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে হতে পারে মারাত্মক।
advertisement
5/8
বাচ্চাদের সমস্যা আরও বেশি হতে পারে স্কিন ইনফেকশন হলে। এমনিতেও ভিজে কাপড়ের আর্দ্রতা থেতে বাচ্চাদের হতে পারে সর্দি-কাশি-জ্বর। ফলে বর্ষাকালে বাচ্চাদের জামা-কাপড় সঠিকভাবে শুকিয়ে ও সাবধানতা অবলম্বন করেই ব্যাবহার করা উচিৎ।
বাচ্চাদের সমস্যা আরও বেশি হতে পারে স্কিন ইনফেকশন হলে। এমনিতেও ভিজে কাপড়ের আর্দ্রতা থেতে বাচ্চাদের হতে পারে সর্দি-কাশি-জ্বর। ফলে বর্ষাকালে বাচ্চাদের জামা-কাপড় সঠিকভাবে শুকিয়ে ও সাবধানতা অবলম্বন করেই ব্যাবহার করা উচিৎ।
advertisement
6/8
জীবাণু ও ছত্রাক থেকে নিজের সাধের পোশাকে বাঁচাতে নজর দিন কাচার পদ্ধতির উপর। কাচার আগে কাপড়ের কোনও অংশে কাদা লেগে থাকলে সেই অংশটি ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। কাপড় যদি ঘামে ভেজা থাকে তাহলে সেটিকে আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন।
জীবাণু ও ছত্রাক থেকে নিজের সাধের পোশাকে বাঁচাতে নজর দিন কাচার পদ্ধতির উপর। কাচার আগে কাপড়ের কোনও অংশে কাদা লেগে থাকলে সেই অংশটি ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। কাপড় যদি ঘামে ভেজা থাকে তাহলে সেটিকে আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন।
advertisement
7/8
ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর, শেষ বার কাপড় ধোয়ার সময় জলে কোনও জীবাণু-নাশক লোশন মেশান। কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনিগার বা বেকিং সোডা মিসিয়ে দিন। আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন। জামা কাপড় শুকিয়ে গেলে ইস্তিরি করে নিন। এতে জীবাণু মরবে আর কাপড়ও মসৃণ হবে।
ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর, শেষ বার কাপড় ধোয়ার সময় জলে কোনও জীবাণু-নাশক লোশন মেশান। কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনিগার বা বেকিং সোডা মিসিয়ে দিন। আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন। জামা কাপড় শুকিয়ে গেলে ইস্তিরি করে নিন। এতে জীবাণু মরবে আর কাপড়ও মসৃণ হবে।
advertisement
8/8
এরপরও বর্ষাকালে ভিজে স্যাঁতস্যাঁতে জামা কাপড়ে ভাইরাস বা ফাঙ্গাসের থাবার ফলে কোনও রোগে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রেও সবার আগে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুণ।
এরপরও বর্ষাকালে ভিজে স্যাঁতস্যাঁতে জামা কাপড়ে ভাইরাস বা ফাঙ্গাসের থাবার ফলে কোনও রোগে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রেও সবার আগে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুণ।
advertisement
advertisement
advertisement