How To Identify Chinese Garlic: বাড়িতে ঠিকঠাক রসুনটাই খাচ্ছেন তো? পাঁচ টিপসেই বুঝে নিন আসল নকলের ফারাক, না হলেই ভয়ঙ্কর বিপদ!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
How to identify Chinese Garlic: বাজারে গিয়ে যে রসুনটি হাতে তুলে নিচ্ছেন, সেটা আসল তো? যে রসুনকে আপনি আসল মনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং ডাল এবং শাকসবজিতে মিশিয়ে খাচ্ছেন, সেটা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে৷
বাজারে গিয়ে যে রসুনটি হাতে তুলে নিচ্ছেন, সেটা আসল তো? যে রসুনকে আপনি আসল মনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং ডাল এবং শাকসবজিতে মিশিয়ে খাচ্ছেন, সেটা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে৷ কারন চাইনিজ রসুন রাসায়নিক থেকে তৈরি, তার মধ্যে থাকে ছত্রাকও! আসল আর চাইনিজ রসুনের ফারাক বুঝবেন কী করে?বিশেষজ্ঞদের দেওয়া এই ৫টি টিপস জানুন, তাহলেই কেল্লফতে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চিনা রসুন খারাপ কেন? - চিন ব্যাপক হারে রসুন উৎপাদন করে। এখানে রসুনের বৃদ্ধি ও সংরক্ষণের জন্য কৃত্রিম পদার্থ ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এই কারণেই ২০১৪ সাল থেকে ভারতে চীনা রসুন নিষিদ্ধ। এই রসুন খেলে পেটের রোগ যেমন আলসার হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া এই রসুন কিডনির ওপরও প্রভাব ফেলে।
advertisement
রসুনের মতো চাইনিজও আসছে হিমাচল থেকে - সুশীল গর্গ বলেছেন যে ভারতের অনেক জায়গা থেকে রসুন আসে যেমন কোটা-রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ইত্যাদি। হিমাচল প্রদেশ থেকে আসা রসুনটিও দেখতে অনেকটা চাইনিজ রসুনের মতো, কিন্তু তারপরও উভয় হাতে নেওয়া হলে পার্থক্য স্পষ্টভাবে দেখা যায়।