Tiktiki: গরম আসতেই টিকটিকির তাণ্ডব শুরু তো...! ৫ টাকারও কম খরচে 'এই' কাজ! বাড়ির ত্রিসীমানায় আসবে না একটিও
- Published by:Shubhagata Dey
Last Updated:
How to get rid of Lizards: টিকটিকি সাধারণত রান্নাঘরের পেছনের দেওয়াল, লিভিং রুম ও টিউবলাইটের আশপাশে দেখা যায়। এটি ছোট প্রাণীর সংখ্যা হ্রাস করে, তবে এটি খুব বিষাক্ত। তাই তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেয়ে তাড়িয়ে দেওয়াই শ্রেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*প্রথমে মিশ্রণটি তৈরি করুনঃ টিকটিকি ঘর থেকে দূরে রাখতে মিশ্রণ তৈরি করতে হবে। এজন্য কর্পূর মিহি করে পিষে তার গুঁড়ো তৈরি করে নিন। এবার এতে ডেটল মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার কাপড়ের পোটলা বা তুলোর গোলা তোৈরি করে, কর্পূর ও ডেটলের মিশ্রণে ডুবিয়ে রাখুন, যাতে সব মিশ্রণ ভালভাবে সেই কাপড়ের টুকরো শুষে নিতে পারে।
advertisement
advertisement