শীত জাঁকিয়ে বসার আগেই খুশকি দূর করুন, বাড়িতে এই কয়েকটি উপাদান থাকলেই বাজিমাত!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্যবহার করেও খুশকির সমস্যা দূর করতে পারেন। যেমন, ডিমের কুসুম, অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যালো ভেরা জেল, কমলালেবুর খোসা, ইত্যাদি আলাদা আলাদা ভাবে মেখে দেখুন।
advertisement
advertisement
advertisement
advertisement
দই: দইয়ের উপকারিতার তালিকা তৈরি করলে তার অন্ত নেই। চুল, খুশকির ক্ষেত্রেও দইয়ের জুড়ি নেই। শীতকালে মাথায় দই মাখলে মাথার চামড়ার শুষ্কতা কমে। মাথা চুলকানো বন্ধ হবে। দূর হবে খুশকির সমস্যা। সপ্তাহে এক দিন দই মেখে রেখে দিন চুলে এবং স্কাল্পে। শুকিয়ে যাওয়া পর্যন্ত মাথা ধোবেন না। তার পর অল্প একটু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
advertisement
নিম: নিম শ্যাম্পু, নিম সাবান ব্যবহার করেন তো? তার বদলে সরাসরি সেই উপাদানই ব্যবহার করে দেখুন না। খরচাও কমবে, উপকারও বেশি পাবেন। কয়েকটা নিম পাতা কিনে এনে বা গাছ থেকে ছিঁড়ে বেঁটে ফেলুন। ১০ মিনিট মাথায় মেখে থাকুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু না ব্যবহার করলেই ভাল। যদি গন্ধতে খুব সমস্যা হয়, তাহলে হালকা শ্যাম্পু মাখতে পারেন চুল ধোওয়ার সময়।
advertisement
এছাড়াও আরও টুকটাক কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্যবহার করেও খুশকির সমস্যা দূর করতে পারেন। যেমন, ডিমের কুসুম, অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যালো ভেরা জেল, কমলালেবুর খোসা, ইত্যাদি আলাদা আলাদা ভাবে মেখে দেখুন। অনেকটা আরাম পাবেন। চুল স্বাস্থ্যকর হবে। মাথা চুলকানি থেকে রেহাই পাবেন। খুশকি বিদায় নেবে ধীরে ধীরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)