শীত জাঁকিয়ে বসার আগেই খুশকি দূর করুন, বাড়িতে এই কয়েকটি উপাদান থাকলেই বাজিমাত!

Last Updated:
বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্যবহার করেও খুশকির সমস্যা দূর করতে পারেন। যেমন, ডিমের কুসুম, অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যালো ভেরা জেল, কমলালেবুর খোসা, ইত্যাদি আলাদা আলাদা ভাবে মেখে দেখুন।
1/7
দরজায় কড়া নাড়ছে শীত। আমাদের মতো দেশে এই সময়টা বেশ আরামদায়ক বলে আপনার মনেও বেশ ফুরফুরে হেমন্তের হাওয়া বইছে। কিন্তু বাকি সব ঋতুর মতো শীতও নিয়ে আসে বেশ কিছু সমস্যা। তার মধ্যে অন্যতম খুশকি। আর এর থেকে মুক্তি পেতে হলে এখনই মাঠে নেমে পড়ুন।
দরজায় কড়া নাড়ছে শীত। আমাদের মতো দেশে এই সময়টা বেশ আরামদায়ক বলে আপনার মনেও বেশ ফুরফুরে হেমন্তের হাওয়া বইছে। কিন্তু বাকি সব ঋতুর মতো শীতও নিয়ে আসে বেশ কিছু সমস্যা। তার মধ্যে অন্যতম খুশকি। আর এর থেকে মুক্তি পেতে হলে এখনই মাঠে নেমে পড়ুন।
advertisement
2/7
গাঢ় রঙের সোয়েটার পরে কেতাদুরস্ত সাজে আপনি পার্টিতে গেলেন, আর কাঁধে সোয়েটারের উপর সাদা সাদা খুশকি এসে ভিড় জমিয়েছে। ভাল লাগবে না নিশ্চয়ই। তাই হাড় কাঁপানো শীত পরার আগে থেকেই কিছু ঘরোয়া টোটকা দিয়ে খুশকি থেকে মুক্তি পান। রই কয়েকটি অত্যন্ত সহজ পন্থা।
গাঢ় রঙের সোয়েটার পরে কেতাদুরস্ত সাজে আপনি পার্টিতে গেলেন, আর কাঁধে সোয়েটারের উপর সাদা সাদা খুশকি এসে ভিড় জমিয়েছে। ভাল লাগবে না নিশ্চয়ই। তাই হাড় কাঁপানো শীত পরার আগে থেকেই কিছু ঘরোয়া টোটকা দিয়ে খুশকি থেকে মুক্তি পান। রই কয়েকটি অত্যন্ত সহজ পন্থা।
advertisement
3/7
লেবুর রস এবং নারকেল তেল: মা, দিদাদের কথা মেনে এই টোটকা ব্যবহার করে দেখুন। উপকার পাবেন। বেশ খানিকটা নারকেল তেল নিয়ে তা হালকা গরম করে নিন। তাতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা লেবুর রস। মাথায় মেখে রেখে দিন আধ ঘণ্টা মতো। তার পরেই জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
লেবুর রস এবং নারকেল তেল: মা, দিদাদের কথা মেনে এই টোটকা ব্যবহার করে দেখুন। উপকার পাবেন। বেশ খানিকটা নারকেল তেল নিয়ে তা হালকা গরম করে নিন। তাতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা লেবুর রস। মাথায় মেখে রেখে দিন আধ ঘণ্টা মতো। তার পরেই জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
advertisement
4/7
বেকিং সোডা: খুশকি আসলে কী? মৃত কোষ জমে জমেই খুশকি তৈরি হয়। আর সেগুলি তুলতে বাড়িতেই খুঁজে নিন দুর্দান্ত এক্সফলিয়েটর। যেমন বেকিং সোডা। খানিকটা বেকিং সোডা নিয়ে স্কাল্পে ঘষে নিন। রেখে দিন আধ ঘণ্টা। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। কিন্তু শ্যাম্পু না দিলেই ভাল। সপ্তাহে একবার এই পদ্ধতিতে চুল ধুয়ে দেখুন।
বেকিং সোডা: খুশকি আসলে কী? মৃত কোষ জমে জমেই খুশকি তৈরি হয়। আর সেগুলি তুলতে বাড়িতেই খুঁজে নিন দুর্দান্ত এক্সফলিয়েটর। যেমন বেকিং সোডা। খানিকটা বেকিং সোডা নিয়ে স্কাল্পে ঘষে নিন। রেখে দিন আধ ঘণ্টা। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। কিন্তু শ্যাম্পু না দিলেই ভাল। সপ্তাহে একবার এই পদ্ধতিতে চুল ধুয়ে দেখুন।
advertisement
5/7
দই: দইয়ের উপকারিতার তালিকা তৈরি করলে তার অন্ত নেই। চুল, খুশকির ক্ষেত্রেও দইয়ের জুড়ি নেই। শীতকালে মাথায় দই মাখলে মাথার চামড়ার শুষ্কতা কমে। মাথা চুলকানো বন্ধ হবে। দূর হবে খুশকির সমস্যা। সপ্তাহে এক দিন দই মেখে রেখে দিন চুলে এবং স্কাল্পে। শুকিয়ে যাওয়া পর্যন্ত মাথা ধোবেন না। তার পর অল্প একটু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
দই: দইয়ের উপকারিতার তালিকা তৈরি করলে তার অন্ত নেই। চুল, খুশকির ক্ষেত্রেও দইয়ের জুড়ি নেই। শীতকালে মাথায় দই মাখলে মাথার চামড়ার শুষ্কতা কমে। মাথা চুলকানো বন্ধ হবে। দূর হবে খুশকির সমস্যা। সপ্তাহে এক দিন দই মেখে রেখে দিন চুলে এবং স্কাল্পে। শুকিয়ে যাওয়া পর্যন্ত মাথা ধোবেন না। তার পর অল্প একটু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
advertisement
6/7
নিম: নিম শ্যাম্পু, নিম সাবান ব্যবহার করেন তো? তার বদলে সরাসরি সেই উপাদানই ব্যবহার করে দেখুন না। খরচাও কমবে, উপকারও বেশি পাবেন। কয়েকটা নিম পাতা কিনে এনে বা গাছ থেকে ছিঁড়ে বেঁটে ফেলুন। ১০ মিনিট মাথায় মেখে থাকুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু না ব্যবহার করলেই ভাল। যদি গন্ধতে খুব সমস্যা হয়, তাহলে হালকা শ্যাম্পু মাখতে পারেন চুল ধোওয়ার সময়।
নিম: নিম শ্যাম্পু, নিম সাবান ব্যবহার করেন তো? তার বদলে সরাসরি সেই উপাদানই ব্যবহার করে দেখুন না। খরচাও কমবে, উপকারও বেশি পাবেন। কয়েকটা নিম পাতা কিনে এনে বা গাছ থেকে ছিঁড়ে বেঁটে ফেলুন। ১০ মিনিট মাথায় মেখে থাকুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু না ব্যবহার করলেই ভাল। যদি গন্ধতে খুব সমস্যা হয়, তাহলে হালকা শ্যাম্পু মাখতে পারেন চুল ধোওয়ার সময়।
advertisement
7/7
এছাড়াও আরও টুকটাক কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্যবহার করেও খুশকির সমস্যা দূর করতে পারেন। যেমন, ডিমের কুসুম, অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যালো ভেরা জেল, কমলালেবুর খোসা, ইত্যাদি আলাদা আলাদা ভাবে মেখে দেখুন। অনেকটা আরাম পাবেন। চুল স্বাস্থ্যকর হবে। মাথা চুলকানি থেকে রেহাই পাবেন। খুশকি বিদায় নেবে ধীরে ধীরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এছাড়াও আরও টুকটাক কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্যবহার করেও খুশকির সমস্যা দূর করতে পারেন। যেমন, ডিমের কুসুম, অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যালো ভেরা জেল, কমলালেবুর খোসা, ইত্যাদি আলাদা আলাদা ভাবে মেখে দেখুন। অনেকটা আরাম পাবেন। চুল স্বাস্থ্যকর হবে। মাথা চুলকানি থেকে রেহাই পাবেন। খুশকি বিদায় নেবে ধীরে ধীরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement