Lifestyle: রসুনেই কুপোকাত ইঁদুর! শুধু ব্যবহার করুন ঠিক এই ভাবে, জানুন আরও ঘরোয়া টোটকা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইঁদুর তাড়াতে মারাত্মক কাজ দেয় লবঙ্গ৷ লবঙ্গের চড়া গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না৷ ছেঁড়া কাপড়ে বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে পুঁটলি বেঁধে ঘরের কোণায় কোণায় রেখে দিন৷ বাপ বাপ বলে পালাবে ইঁদুর৷
advertisement
advertisement
অনেকেই শসা এবং আটার মধ্যে বিষ মিশিয়ে ইঁদুরের আনাগোনার পথে রেখে দেন৷ তবে, অবশ্য এখানেও হয় বিষের ব্যবহার৷ বিষ ছাড়া, ইঁদুর তাড়াতে পেঁয়াজের ব্যবহার করতে পারেন আপনি৷ খুব কাজের৷ ইঁদুর পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই ইঁদুর তাড়াতে পেঁয়াজের খোসা বা কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। বাড়ির যে জায়গাগুলিতে ইঁদুরের উৎপাত, সেখানে এগুলি ছড়িয়ে রাখুন। গন্ধেই পালাবে ইঁদুর৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement