Lifestyle: রসুনেই কুপোকাত ইঁদুর! শুধু ব্যবহার করুন ঠিক এই ভাবে, জানুন আরও ঘরোয়া টোটকা

Last Updated:
ইঁদুর তাড়াতে মারাত্মক কাজ দেয় লবঙ্গ৷ লবঙ্গের চড়া গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না৷ ছেঁড়া কাপড়ে বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে পুঁটলি বেঁধে ঘরের কোণায় কোণায় রেখে দিন৷ বাপ বাপ বলে পালাবে ইঁদুর৷
1/8
ইঁদুর যে কোনও গৃহস্থ বাড়ির এক বড় সমস্যা৷ শীত হোক কী বর্ষা, রান্নাঘর থেকে ভাঁড়ার ঘর সংসার নিয়ে সুখে বাস করে ইঁদুর৷ আর বেশির ভাগ ক্ষেত্রেই কল পেতে, বা ইঁদুর মারার বিষ দিয়ে এক আধটার বেশি ইঁদুর নিধন করা যায় না৷ আর পদ্ধতিগুলো যথেষ্ট অমানবিকও বটে৷
ইঁদুর যে কোনও গৃহস্থ বাড়ির এক বড় সমস্যা৷ শীত হোক কী বর্ষা, রান্নাঘর থেকে ভাঁড়ার ঘর সংসার নিয়ে সুখে বাস করে ইঁদুর৷ আর বেশির ভাগ ক্ষেত্রেই কল পেতে, বা ইঁদুর মারার বিষ দিয়ে এক আধটার বেশি ইঁদুর নিধন করা যায় না৷ আর পদ্ধতিগুলো যথেষ্ট অমানবিকও বটে৷
advertisement
2/8
তবে বাড়িতে ইঁদুরের বংশও তো বাড়তে দেওয়া যায় না! কোন নর্দমা, কোন রাস্তা থেকে যে ইঁদুর যাবতীয় রোগ জীবাণু ঘরে বয়ে আনে তার ইয়ত্তা নেই৷ তার উপরে ইঁদুর যদি কোনও খাবারে মুখ দিয়ে থাকে, তাহলে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় কয়েকশো গুণ৷ এমন অবস্থায়, ইঁদুর নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি৷
তবে বাড়িতে ইঁদুরের বংশও তো বাড়তে দেওয়া যায় না! কোন নর্দমা, কোন রাস্তা থেকে যে ইঁদুর যাবতীয় রোগ জীবাণু ঘরে বয়ে আনে তার ইয়ত্তা নেই৷ তার উপরে ইঁদুর যদি কোনও খাবারে মুখ দিয়ে থাকে, তাহলে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় কয়েকশো গুণ৷ এমন অবস্থায়, ইঁদুর নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি৷
advertisement
3/8
 অনেকেই শসা এবং আটার মধ্যে বিষ মিশিয়ে ইঁদুরের আনাগোনার পথে রেখে দেন৷  তবে, অবশ্য এখানেও হয় বিষের ব্যবহার৷ বিষ ছাড়া, ইঁদুর তাড়াতে পেঁয়াজের ব্যবহার করতে পারেন আপনি৷ খুব কাজের৷ ইঁদুর পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই ইঁদুর তাড়াতে পেঁয়াজের খোসা বা কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। বাড়ির যে জায়গাগুলিতে ইঁদুরের উৎপাত, সেখানে এগুলি ছড়িয়ে রাখুন। গন্ধেই পালাবে ইঁদুর৷
অনেকেই শসা এবং আটার মধ্যে বিষ মিশিয়ে ইঁদুরের আনাগোনার পথে রেখে দেন৷ তবে, অবশ্য এখানেও হয় বিষের ব্যবহার৷ বিষ ছাড়া, ইঁদুর তাড়াতে পেঁয়াজের ব্যবহার করতে পারেন আপনি৷ খুব কাজের৷ ইঁদুর পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই ইঁদুর তাড়াতে পেঁয়াজের খোসা বা কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। বাড়ির যে জায়গাগুলিতে ইঁদুরের উৎপাত, সেখানে এগুলি ছড়িয়ে রাখুন। গন্ধেই পালাবে ইঁদুর৷
advertisement
4/8
পেঁয়াজের মতো রসুনের গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না। রসুনের সাহায্যে ইঁদুর তাড়াতে হলে জলে রসুন ভিজিয়ে রাখুন। তার পরে, ইঁদুরের যেখানে বেশি যাতায়াত করে, সেখানে সেই জল স্প্রে করে দিন। ইঁদুরের উৎপাত কমবে।
পেঁয়াজের মতো রসুনের গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না। রসুনের সাহায্যে ইঁদুর তাড়াতে হলে জলে রসুন ভিজিয়ে রাখুন। তার পরে, ইঁদুরের যেখানে বেশি যাতায়াত করে, সেখানে সেই জল স্প্রে করে দিন। ইঁদুরের উৎপাত কমবে।
advertisement
5/8
ইঁদুর তাড়াতে মারাত্মক কাজ দেয় লবঙ্গ৷ লবঙ্গের চড়া গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না৷ ছেঁড়া কাপড়ে বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে পুঁটলি বেঁধে ঘরের কোণায় কোণায় রেখে দিন৷ বাপ বাপ বলে পালাবে ইঁদুর৷
ইঁদুর তাড়াতে মারাত্মক কাজ দেয় লবঙ্গ৷ লবঙ্গের চড়া গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না৷ ছেঁড়া কাপড়ে বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে পুঁটলি বেঁধে ঘরের কোণায় কোণায় রেখে দিন৷ বাপ বাপ বলে পালাবে ইঁদুর৷
advertisement
6/8
 বাড়ির ভিতরে কোথাও ইঁদুরের বাসা খুঁজে পেলে তার চারপাশে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন৷
বাড়ির ভিতরে কোথাও ইঁদুরের বাসা খুঁজে পেলে তার চারপাশে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন৷
advertisement
7/8
 এছাড়া, ইঁদুর তাড়াতে পুদিনা পাতাও অত্যন্ত কার্যকরী৷ পুদিনা পাতার তেলও পাওয়া যায়৷ সেই তেলও ঘরের কোণায় মাঝেমধ্যে ছড়িয়ে দিতে পারেন৷
এছাড়া, ইঁদুর তাড়াতে পুদিনা পাতাও অত্যন্ত কার্যকরী৷ পুদিনা পাতার তেলও পাওয়া যায়৷ সেই তেলও ঘরের কোণায় মাঝেমধ্যে ছড়িয়ে দিতে পারেন৷
advertisement
8/8
খেলনা ইঁদুর দেখলেও ইঁদুররা খুব ভয় পায়৷ তাই নেংটি খেলনা ইঁদুর ঘরের আনাচে কানাচে রেখে দিতে লাভ হবে৷
খেলনা ইঁদুর দেখলেও ইঁদুররা খুব ভয় পায়৷ তাই নেংটি খেলনা ইঁদুর ঘরের আনাচে কানাচে রেখে দিতে লাভ হবে৷
advertisement
advertisement
advertisement