Shoe Cleaning Tips: বর্ষাতেও লেদারের জুতো নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে, লাগবে না এক টাকাও, জেনে নিন ম্যাজিক টিপস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
চামড়ার জুতো অনেক সময় শুকিয়ে যায়৷ বেশি দিন রাখলে তার আর্দ্রতা কমে গিয়ে, জৌলুস হারিয়ে যায়৷ সে ক্ষেত্রে মোম বা সিলিকন জাতীয় লেদার কন্ডিশনার ব্যবহার করুন৷
চামড়ার জুতো পায়ে দিতে কার না ভাল লাগে। ভাল জুতো আপনার গেটআপকে অনেকটাই উন্নত করে দেয়৷ নিজেকে প্রেজ়েন্টেবল করে তুলে ধরতে লেদারের জুতোর কোনও জুড়ি নেই৷ কিন্তু কেবল জুতো কিনলেই তো হল না৷ তাকে যত্নেও রাখতে হয়৷ বিশেষ করে বর্ষায় জুতোতে অনেক সময় ছাতা পড়ে যায়, বিশ্রী দুর্গন্ধেরও জন্ম নেয়৷ যদিও তা থেকে মুক্তির উপায়ও রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement