*শীত হোক বা গরম,মোজা ব্যবহার সারা বছরের। স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি অফিসে যাওয়ার সময় নারী, পুরুষ উভয়েই মোজা ব্যবহার করেন। পায়ে থাকার ফলে মোজা নোংরাও হয় খুব তাড়াতাড়ি, আর সেই নোংরা তুলতে রীতিমতো হাতের চামড়া খসে যাওয়ার অবস্থা হয়। তাও যে সাদা বা হালকা রঙের মোজা পরিস্কার ধবধবে হয়ে যায় আমনটাও নয়! তবে আর চিন্তা নেই, এ বারে মোজা হবে একেবারে পরিস্কার, সাদা মোজাও ধবধব করবে। কী করে জেনে নিন...
*বেকিং সোডা: সাদা মোজা পরিষ্কার করতে ১ মগ জলে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এ বার সেই জলে আপনার পায়ের তোলা কালো হয়ে যাওয়া সাদা মোজাগুলি ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে করে ঘষে নিন। এ বার ডিটারজেন্টে ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে মোজা ধুয়ে ফেলুন। এতে আপনার মোজা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।