Silk Saree: বাড়িতেই কাচুন সিল্কের শাড়ি, এই ৫ টোটকায় শাড়ি থাকবে নতুন, মনে হবে ড্রাই ক্লিন করা!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
How to Clean Silk Sarees: শাড়ি পরলেই শাড়ি নোংরা হয়। সেই শাড়ি ড্রাই ক্লিন করতে প্রচুর অর্থ ব্যয় হয়। এমন পরিস্থিতিতে কিছু সহজ পদ্ধতি মানলেই সহজে পরিষ্কার করতে পারবেন সিল্কের শাড়ি।
*যুগ ও ফ্যাশন যাই বদলে যাক, সিল্কের শাড়ির ফ্যাশনে কোনও বদল নেই। কোনও বিশেষ অনুষ্ঠানে যাওয়ার কথা হলেই, সবার আগে সিল্কের শাড়ির দিকে নজর যায়। আর শাড়ি পরলেই শাড়ি নোংরা হয়। সেই শাড়ি ড্রাই ক্লিন করতে প্রচুর অর্থ ব্যয় হয়। এমন পরিস্থিতিতে কিছু সহজ পদ্ধতি মানলেই সহজে পরিষ্কার করতে পারবেন সিল্কের শাড়ি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*কড়া রোদে শাড়ি মেলবেন না: সিল্কের শাড়ি ধোয়ার পর খুব জোরে নিংড়ে নেবেন না, তাতে শাড়ি কুঁচকে যায়। এক জায়গায় জল ঝুলিয়ে রাখুন জল ঝরে যাওয়া পর্যন্ত। এরপর শাড়ি মেলে দিন ছায়ায়, শুকানোর জন্য। মনে রাখবেন সূর্যের আলোয় সিল্কের শাড়ি ভুলেও মেলবেন না। তাতে শাড়ির চকচকে ভাব ফিকে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সংগৃহীত ছবি।
advertisement
*কীভাবে শাড়ি রাখবেন: সাধারণ শাড়ির সঙ্গে কখনই সিল্কের শাড়ি রাখবেন না। এ কারণে অন্যান্য শাড়ির নকশা একসঙ্গে লেগে যেতে পারে। এ ক্ষেত্রে সবসময় সিল্কের শাড়ি আলাদা জায়গায় রেখে সুতির কাপড় দিয়ে ভাল করে ঢেকে রাখুন। এ ভাবে সিল্কের শাড়ি ভাল থাকে। (সতর্কীকরণঃ এই নিবন্ধে দেওয়া তথ্য এবং তথ্য সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে। নিউজ 18 বাংলা এগুলি নিশ্চিত করে না। এগুলো বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ মানুষ।) সংগৃহীত ছবি।