Bathroom Cleaning Tips: কমোডের বিশ্রী হলদেটে দাগ দেখে বমি পাচ্ছে? একরাতে সাফ হবে, একটাকাও লাগবে না! হদিশ লুকিয়ে রান্নাঘরে

Last Updated:
রাতে কমোডের মধ্যে রসুন ফেলে রাখুন। সকালে কমোড পরিষ্কার থাকে এবং দুর্গন্ধও কমে যায়। রসুনের অ্যালিসিন নামক উপাদান ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে।
1/6
ঘরে টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সেটি নোংরা বেশি হয়। সাদা হওয়ার কারণে কমোডে ময়লা দ্রুত দৃশ্যমান হয়। কেউ মাসে একবার এবং কেউ সপ্তাহে একবার কমোড পরিষ্কার করেন। এর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার ব্যবহার করতে হবে। সময়ের অভাবে অনেক সময় দ্রুত পরিষ্কার করতে হয়। নোংরা টয়লেট রোগের আবাসস্থল। সপ্তাহে দু'তিনবার কমোড পরিষ্কার করার পর্যাপ্ত সময় না থাকলে চিন্তার কারণ নেই। খুব সহজেই কয়েক মিনিটে কমোড পরিষ্কার করা যায়।
ঘরে টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সেটি নোংরা বেশি হয়। সাদা হওয়ার কারণে কমোডে ময়লা দ্রুত দৃশ্যমান হয়। কেউ মাসে একবার এবং কেউ সপ্তাহে একবার কমোড পরিষ্কার করেন। এর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার ব্যবহার করতে হবে। সময়ের অভাবে অনেক সময় দ্রুত পরিষ্কার করতে হয়। নোংরা টয়লেট রোগের আবাসস্থল। সপ্তাহে দু'তিনবার কমোড পরিষ্কার করার পর্যাপ্ত সময় না থাকলে চিন্তার কারণ নেই। খুব সহজেই কয়েক মিনিটে কমোড পরিষ্কার করা যায়।
advertisement
2/6
রাতে কমোডের মধ্যে  রসুন ফেলে রাখুন। সকালে কমোড পরিষ্কার থাকে এবং দুর্গন্ধও কমে যায়। রসুনের অ্যালিসিন নামক উপাদান ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে।
রাতে কমোডের মধ্যে রসুন ফেলে রাখুন। সকালে কমোড পরিষ্কার থাকে এবং দুর্গন্ধও কমে যায়। রসুনের অ্যালিসিন নামক উপাদান ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে।
advertisement
3/6
দ্বিতীয় পদ্ধতি, এক কাপ জল ফোটাতে দিন। তার পর সেই ফোটানো জল ১৫ মিনিট রেখে তাতে রসুনের একটি বা দু’টি কোয়া কুচিকুচি করে কেটে ফেলে দিন। সেই জল কমোডে ঢেলে দিন।
দ্বিতীয় পদ্ধতি, এক কাপ জল ফোটাতে দিন। তার পর সেই ফোটানো জল ১৫ মিনিট রেখে তাতে রসুনের একটি বা দু’টি কোয়া কুচিকুচি করে কেটে ফেলে দিন। সেই জল কমোডে ঢেলে দিন।
advertisement
4/6
রসুন দু'ভাবে টয়লেট পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে। প্রথম, রসুনের একটি কোয়াকে একটু চিপে কমোডে ফেলে রাখুন সারারাত। কারণ সেই সময় বাথরুম তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়। ঘুম থেকে উঠে কমোড ফ্লাশ করে নেবেন।
রসুন দু'ভাবে টয়লেট পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে। প্রথম, রসুনের একটি কোয়াকে একটু চিপে কমোডে ফেলে রাখুন সারারাত। কারণ সেই সময় বাথরুম তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়। ঘুম থেকে উঠে কমোড ফ্লাশ করে নেবেন।
advertisement
5/6
কমোড পরিষ্কার করার জন্য বেবি অয়েলেরও ব্যবহার করতে পারেন৷  কমোডের হ্যান্ডেল, সিট, ট্যাঙ্কের বাইরের অংশ পরিষ্কার করতে এর ব্যবহার করতে পারেন৷ তুলো বা কাপড়ে এই অয়েল নিন৷ তারপর ঘষে ঘষে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিন৷
কমোড পরিষ্কার করার জন্য বেবি অয়েলেরও ব্যবহার করতে পারেন৷ কমোডের হ্যান্ডেল, সিট, ট্যাঙ্কের বাইরের অংশ পরিষ্কার করতে এর ব্যবহার করতে পারেন৷ তুলো বা কাপড়ে এই অয়েল নিন৷ তারপর ঘষে ঘষে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিন৷
advertisement
6/6
এতে ব্যাকটেরিয়া থেকে মুক্তি তো পাবেনই। হলুদ দাগও দূর হয়ে যাবে রাতারাতি।
এতে ব্যাকটেরিয়া থেকে মুক্তি তো পাবেনই। হলুদ দাগও দূর হয়ে যাবে রাতারাতি।
advertisement
advertisement
advertisement