Sleep According to Age: কোন বয়সে কতক্ষণ ঘুমোবেন...দেখে নিন চার্ট! রাতের পর রাত জেগে ফোন ঘাঁটলেই চরম ক্ষতি শরীরের, কী হবে দেখুন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এছাড়া, স্ট্রেট, উদ্বেগ এবং সবচেয়ে বড় কথা মোবাইলের ইন্টারনেট-ওটিটি-র অ্যাডিকশন তো রয়েছেই৷ জানেন কি, বয়স অনুযায়ী আমাদের প্রতিদিন কত ঘণ্টা করে ঘুমনো উচিত তারও রয়েছে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট চার্ট? আর সেই নিয়ম না মানলেই অকালে শরীরে বাসা বাঁধে হাই প্রেশার, হার্টের অসুখ, উদ্বেগ, অবসাদের মতো সমস্যা৷
এখন আমরা সকলেই খুব ক্লান্ত৷ জীবনযাত্রার চূড়ান্ত ব্যস্ততা থাবা বসিয়েছে আমাদের জীবনের প্রায় সর্বত্র৷ কমেছে পরিবার তথা প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর সময়৷ বই পড়া, গান গাওয়া কিংবা পাড়ার দোকানে আড্ডা দেওয়া তো প্রায় হয়ই না৷ অনেক ক্ষেত্রেই আমরা অফিসের কাজও নিয়ে চলে আসি বাড়িতে৷ এছাড়া, স্ট্রেট, উদ্বেগ এবং সবচেয়ে বড় কথা মোবাইলের ইন্টারনেট-ওটিটি-র অ্যাডিকশন তো রয়েছেই৷ জানেন কি, বয়স অনুযায়ী আমাদের প্রতিদিন কত ঘণ্টা করে ঘুমনো উচিত তারও রয়েছে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট চার্ট? আর সেই নিয়ম না মানলেই অকালে শরীরে বাসা বাঁধে হাই প্রেশার, হার্টের অসুখ, উদ্বেগ, অবসাদের মতো সমস্যা৷
advertisement
ব্যস্ত জীবন মানুষের শান্তি কেড়ে নিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করার পরও মানুষ মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে, যা তাদের রাতের ঘুমের উপরে সরাসরি প্রভাব ফেলছে। মানসিক চাপ দূরে রাখতে অনেকেই সারারাত টিভি বা মোবাইলে সিনেমা দেখে সময় নষ্ট করছেন৷ কখনও ঘুম কেড়ে নিচ্ছে দুশ্চিন্তা। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের উপরে।
advertisement
advertisement
কম ঘুমের ফলে স্থূলতার মতো সমস্যা অর্থাৎ, ওজন বৃদ্ধি হতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি শক্তিশালী থাকে না এবং সহজেই ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অ্যাথলেটিকের ক্ষেত্রে কম ঘুমে শারীরিক কর্মক্ষমতা কমে। রাতে সাত ঘণ্টা ঘুমালে হৃদরোগের ঝুঁকি কমে। পর্যাপ্ত ঘুম না হলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হতে পারে। ঘুম না হলে বিষণ্ণতা এবং উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।
advertisement
advertisement
advertisement