১৫৮২ সালে পোপ তৃতীয় গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের বদলে সম্পূর্ণ নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন৷ এই ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরুর দিন ১ জানুয়ারি৷ সেই বছরই ফরাসিরাও এই দিন থেকেই পালন শুরু করে নববর্ষ৷ তবে অনেকেই এইদিনকে বছরের প্রথম দিন হিসেবে পালন করতে অস্বীকার করে৷