Knowledge Story: হোটেল, মোটেল এবং রেস্তরাঁ-তিন জায়গাতেই খাবার পাওয়া যায়, তাহলে পার্থক্য কোথায়? জানুন

Last Updated:
Knowledge Story: অনেকেই জানি না হোটেল, মোটেল এবং রেস্তরাঁর মধ্যে পার্থক্য কোথায়৷
1/6
আধুনিক জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হোটেল, মোটেল এবং রেস্তরাঁ৷ আমরা কথায় কথায় এই শব্দগুলি ব্যবহার করি৷ কিন্তু অনেকেই জানিন না হোটেল, মোটেল এবং রেস্তরাঁর মধ্যে পার্থক্য কোথায়৷
আধুনিক জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হোটেল, মোটেল এবং রেস্তরাঁ৷ আমরা কথায় কথায় এই শব্দগুলি ব্যবহার করি৷ কিন্তু অনেকেই জানিন না হোটেল, মোটেল এবং রেস্তরাঁর মধ্যে পার্থক্য কোথায়৷
advertisement
2/6
যদি হোটেল বা মোটেল হয়, তাহলে সেখানে থাকার বন্দোবস্ত থাকতেই হবে৷ সঙ্গে থাকতে হবে খাওয়ার সুযোগ৷ অন্যদিকে রেস্তরাঁ হলে সেটি মূলত খাওয়া জায়গা৷ সেখানে থাকা বা ঘুমনোর ব্যবস্থা থাকতে পারে, আবার নাও থাকতে পারে৷
যদি হোটেল বা মোটেল হয়, তাহলে সেখানে থাকার বন্দোবস্ত থাকতেই হবে৷ সঙ্গে থাকতে হবে খাওয়ার সুযোগ৷ অন্যদিকে রেস্তরাঁ হলে সেটি মূলত খাওয়া জায়গা৷ সেখানে থাকা বা ঘুমনোর ব্যবস্থা থাকতে পারে, আবার নাও থাকতে পারে৷
advertisement
3/6
বড় বড় হোটেলে রেস্তরাঁ থাকে৷ কিন্তু কোনও রেস্তরাঁয় হোটেল থাকে না৷ অর্থাৎ হোটেলে আলাদা খাওয়ার জায়গা থাকে৷ কিন্তু হোটেল হলে কর্তৃপক্ষ খাওয়ার পরিষেবার পাশাপাশি থাকার সুযোগ দিতে বাধ্য নয়৷
বড় বড় হোটেলে রেস্তরাঁ থাকে৷ কিন্তু কোনও রেস্তরাঁয় হোটেল থাকে না৷ অর্থাৎ হোটেলে আলাদা খাওয়ার জায়গা থাকে৷ কিন্তু হোটেল হলে কর্তৃপক্ষ খাওয়ার পরিষেবার পাশাপাশি থাকার সুযোগ দিতে বাধ্য নয়৷
advertisement
4/6
হোটেলে খাওয়ার পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধে থাকে৷ লন্ড্রি, স্পা, জিম, পোষ্যদের যত্ন-সহ সুযোগ সুবিধের উপর নির্ভর করে হোটেলের রেটিং৷ এক কথায় বলতে গেলে, রেস্তরাঁ বা মোটেলের তুলনায় হোটেলের ধারণা বিলাসবহুল৷
হোটেলে খাওয়ার পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধে থাকে৷ লন্ড্রি, স্পা, জিম, পোষ্যদের যত্ন-সহ সুযোগ সুবিধের উপর নির্ভর করে হোটেলের রেটিং৷ এক কথায় বলতে গেলে, রেস্তরাঁ বা মোটেলের তুলনায় হোটেলের ধারণা বিলাসবহুল৷
advertisement
5/6
হোটেলে খাওয়ার পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধে থাকে৷ লন্ড্রি, স্পা, জিম, পোষ্যদের যত্ন-সহ সুযোগ সুবিধের উপর নির্ভর করে হোটেলের রেটিং৷ এক কথায় বলতে গেলে, রেস্তরাঁ বা মোটেলের তুলনায় হোটেলের ধারণা বিলাসবহুল৷
হোটেলে খাওয়ার পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধে থাকে৷ লন্ড্রি, স্পা, জিম, পোষ্যদের যত্ন-সহ সুযোগ সুবিধের উপর নির্ভর করে হোটেলের রেটিং৷ এক কথায় বলতে গেলে, রেস্তরাঁ বা মোটেলের তুলনায় হোটেলের ধারণা বিলাসবহুল৷
advertisement
6/6
সুইমিং পুল, পার্লার, জিম-সহ অন্যান্য বিলাসিতার সুযোগ সুবিধে ছাড়া মোটেলগুলি সাধারণত থাকে জাতীয় সড়কের পাশে৷
সুইমিং পুল, পার্লার, জিম-সহ অন্যান্য বিলাসিতার সুযোগ সুবিধে ছাড়া মোটেলগুলি সাধারণত থাকে জাতীয় সড়কের পাশে৷
advertisement
advertisement
advertisement