Homemade Face Glow Tips: মা-দিদিমার ঘরোয়া টোটকায় স্কিন হবে তুলতুলে! জানুন সহজ উপায়, বাঁচবে পার্লারের খরচ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Homemade face wash tips: পার্লারে ফেসিয়ালে টাকা নষ্ট করবেন কেন যখন বাড়িতে রয়েছে এই জিনিসগুলো
ঘরে তৈরি ফেস ওয়াশ: ঘরে তৈরি অনেক জিনিসই রয়েছে যা খুবই সস্তার, তবে এগুলো দিয়ে মুখ ধোবার সময় ব্যবহারে মুখ উজ্জ্বল হয় এবং ত্বকের মৃত কোষ দূর হয়।
advertisement
ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অনেক কিছুই ব্যবহার করা হয়৷ কিন্তু মুখ পরিষ্কারের সব ধাপগুলি ঠিক করে ব্যবহার না করতে পারলে সেভাবে উজ্জ্বল্য আসবে না৷ আপনি যদি আপনার মুখ সঠিকভাবে না ধুয়ে থাকেন তবে কোনও ময়েশ্চারাইজার বা ক্রিমও সঠিক প্রভাব দেখাবে না৷ এই সময় ভরসা রাখুন ঘরোয়া ব্যবস্থায় কারণ এতেই সম্পূর্ণভাবে ত্বক থাকবে ভাল ও মসৃণ৷ কী কী দিয়ে তৈরি হবে ঘরোয়া ফেসওয়াশ৷
advertisement
দুধকাঁচা দুধ ত্বকের জন্য খুবই ভাল৷ কাঁচা দুধ মুখে লাগালে ত্বকের মরা কোষ বা ডেড সেল দূর হয় এবং মুখের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়৷ কীভাবে মুখ পরিষ্কার করবেন?একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে তুলো ডুবিয়ে মুখে ভাল করে ঘষে নিন। এতে মুখের ময়লা উঠে যবে।
advertisement
টমেটোটমেটোর রস স্কিনের জন্য দারুণ!এর ক্লিনজিং বৈশিষ্ট্য ত্বকে ভাল প্রভাব দেখায়। একটি পাত্রে টমেটোর রস নিয়ে হাল্কা করে মুখে লাগান৷ ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। ত্বকে আভা দেখা দিবেই দেবে৷
advertisement
মধুরুক্ষ-শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে মুখে মধু লাগান। এর অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি ত্বক মোলাম করে৷ ভেজা তুলো দিয়ে মুখে মধু লাগিয়ে আলতো করে ঘষুন৷ তারপর ধুয়ে ফেলুন। ত্বক হয়ে ওঠে কোমল৷
advertisement