Homecare: এক মিনিটে পালাবে মশা! এই ঘরোয়া টোটকা জানেন? অবাক হবেন

Last Updated:
Homecare: শীত পড়তে শুরু হয়েছে মশার উপদ্রব! চিন্তা নেই! মশার ধূপ বা কয়েল বা লিকিউড ভুলে যান! এই ঘরোয়া টোটকায় এক মিনিটে পালাবে সব মশা
1/6
মশা তাড়ানোর সহজ উপায় শুধু তাই নয়, মশা তাড়ানোর পাশাপাশি বাড়ির সুগন্ধ ভরিয়ে ফেলুন শুধুমাত্র কয়েকটি ঘরোয়া নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস ব্যবহার করে।
মশা তাড়ানোর সহজ উপায় শুধু তাই নয়, মশা তাড়ানোর পাশাপাশি বাড়ির সুগন্ধ ভরিয়ে ফেলুন শুধুমাত্র কয়েকটি ঘরোয়া নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস ব্যবহার করে।
advertisement
2/6
শীত পড়তে শুরু করেছে আর এই শীতে সন্ধ্যা হতেই মশাদের বাড়বাড়ন্ত। এমন সময় আমরা মশার হাত থেকে মুক্তি পেতে ভরসা করে থাকি, রেপেলেন্ট, কয়েল বা স্প্রের ওপর।
শীত পড়তে শুরু করেছে আর এই শীতে সন্ধ্যা হতেই মশাদের বাড়বাড়ন্ত। এমন সময় আমরা মশার হাত থেকে মুক্তি পেতে ভরসা করে থাকি, রেপেলেন্ট, কয়েল বা স্প্রের ওপর।
advertisement
3/6
আর তাই এই ধরনের মশার কয়েল বা লিকুইড থেকে একটু ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করলেই এক নিমিষে তাড়াতে পারেন মশা।
আর তাই এই ধরনের মশার কয়েল বা লিকুইড থেকে একটু ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করলেই এক নিমিষে তাড়াতে পারেন মশা।
advertisement
4/6
প্রথমে আমাদের নিতে হবে কয়েকটি কর্পূর এর সঙ্গে রান্নাঘর থেকে নিতে হবে কয়েকটা তেজপাতা । আর এর সঙ্গে নিত্য প্রয়োজনীয় একটুখানি ঘি।
প্রথমে আমাদের নিতে হবে কয়েকটি কর্পূর এর সঙ্গে রান্নাঘর থেকে নিতে হবে কয়েকটা তেজপাতা । আর এর সঙ্গে নিত্য প্রয়োজনীয় একটুখানি ঘি।
advertisement
5/6
তারপর সেই তেজপাতাতে ঘি টা মাখিয়ে নিতে হবে এবং কর্পূর গুলো ভালো করে গুঁড়ো করতে হবে এরপর একটি মাটির যেকোনো পাত্র বা পূজোর ব্যবহারের ধুনুচি নিলেও হবে।
তারপর সেই তেজপাতাতে ঘি টা মাখিয়ে নিতে হবে এবং কর্পূর গুলো ভালো করে গুঁড়ো করতে হবে এরপর একটি মাটির যেকোনো পাত্র বা পূজোর ব্যবহারের ধুনুচি নিলেও হবে।
advertisement
6/6
এরপর ঘি লাগানো তেজপাতা এবং সেগুলি নিয়ে ওই মাটির পাত্রে বা ধুনুচিতে রেখে আগুন জ্বালিয়ে দিতে হবে তারপর তারপর তার উপরে ওই কর্পূর গুলি দিয়ে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ চলার পর ওই সুন্দর পবিত্র গন্ধেতে বাড়ি থেকে এক নিমিষে চলে যাবে মশা।
এরপর ঘি লাগানো তেজপাতা এবং সেগুলি নিয়ে ওই মাটির পাত্রে বা ধুনুচিতে রেখে আগুন জ্বালিয়ে দিতে হবে তারপর তারপর তার উপরে ওই কর্পূর গুলি দিয়ে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ চলার পর ওই সুন্দর পবিত্র গন্ধেতে বাড়ি থেকে এক নিমিষে চলে যাবে মশা।
advertisement
advertisement
advertisement