বাড়িতে ক্রমাগত বাহুমলে ওয়্যাক্সিং করতে করতে অনেক সময়েই কালো ছোপ পড়ে যায়৷ আমরা শীতকালে স্লিভলেস পরি না ঠিকই৷ কিন্তু নিজের স্বাস্থ্যের কথা ভেবেই শীতেও বাহুমূল নিয়মিত পরিষ্কার রাখুন৷ মুছে ফেলুন কালো দাগছোপও (discolouration of underarms)৷ নিয়মিত পরিষ্কার না করলে দাগ ক্রমশ বসে যাবে৷ তখন বাহুমূল পরিষ্কর করা কষ্টসাধ্য হয়ে পড়ে৷ বেশ কিছু ঘরোয়া টোটকাতেই এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন৷ ২ চামচ অলিভ অয়েলের সঙ্গে মেশান ১ চামচ চিনি৷ এই মিশ্রণ ধীরে ধীরে মালিশ করুন বাহুমূলে৷ ১০ মিনিট পর জলে ধুয়ে নিন৷ সপ্তাহে অন্তত তিন বার এই রূপটান মেনে চলুন৷ শশার টুকরো বা শশার রস বাহুমূলে রোজ ৩ থেকে ৪ মিনিট ধরে ঘষুন৷ তার পর জলে ধুয়ে নিন৷ সমস্যা থেকে মুক্তি পাবেন৷ অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারীর রস আলতোভাবে বাহুমূলে মালিশ করুন রোজ৷ ১৫ মিনিট ওই অবস্থায় রেখে ধুয়ে নিন ঈষদুষ্ণ জলে৷ সপ্তাহে ৪ দিন এই রুটিন মেনে চলুন৷ ধীরে ধীরে ত্বকের রং স্বাভাবিক হয়ে উঠবে৷ আলুর রসে আচে ব্লিচিং গুণ৷ বাহুমূলের কালো ছোপ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে আলুর রস৷ বাহুমূলে এই প্রলেপ রেখে ১৫ মিনিট অপেক্ষা করুন৷ তার পর জলে ধুয়ে নিন৷ সপ্তাহে ৩ থেকে ৪ বার এই রূপটান অনুসরণ করুন৷