Dark Neck : ঘাড়ে কালো ছোপের জন্য লজ্জা ও অস্বস্তি? ঘরোয়া উপায়ে তুলে ফেলুন সহজেই

Last Updated:
Dark Neck : ঘাড়ে কালো দাগ বা ছোপ থাকলে উঁচু করে খোঁপা বাঁধা যায় না৷ হীনমন্যতায় পড়তে হয়৷
1/6
রূপচর্চা হোক বা প্রসাধনী ৷ আমরা সব সময়ই গুরুত্ব দিই মুখের উপর ৷ গলা ও ঘাড়ের ত্বকের দিকে নজর দেওয়ার কথা মনেই থাকে না ৷ ফলে ঘাড়ের ত্বকে অনেক সময়েই কালো ছোপ পড়ে যায়৷
রূপচর্চা হোক বা প্রসাধনী ৷ আমরা সব সময়ই গুরুত্ব দিই মুখের উপর ৷ গলা ও ঘাড়ের ত্বকের দিকে নজর দেওয়ার কথা মনেই থাকে না ৷ ফলে ঘাড়ের ত্বকে অনেক সময়েই কালো ছোপ পড়ে যায়৷
advertisement
2/6
ঘাড়ে কালো দাগ বা ছোপ থাকলে উঁচু করে খোঁপা বাঁধা যায় না৷ হীনমন্যতায় পড়তে হয়৷ ঘরোয়া উপায়ে খুব সহজেই ঘাড়ের কালো দাগ তুলে ফেলা যায়৷
ঘাড়ে কালো দাগ বা ছোপ থাকলে উঁচু করে খোঁপা বাঁধা যায় না৷ হীনমন্যতায় পড়তে হয়৷ ঘরোয়া উপায়ে খুব সহজেই ঘাড়ের কালো দাগ তুলে ফেলা যায়৷
advertisement
3/6
১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান অর্ধেক চামচ লেবুর রস ৷ ইচ্ছে হলে দিতে পারেন লেবুর রস ও মধু৷ এই মিশ্রণ ঘাড়ে লাগিয়ে রাখুন ৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে ২ থেকে ৩ বার এই রূপটান ব্যবহার করুন ৷
১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান অর্ধেক চামচ লেবুর রস ৷ ইচ্ছে হলে দিতে পারেন লেবুর রস ও মধু৷ এই মিশ্রণ ঘাড়ে লাগিয়ে রাখুন ৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে ২ থেকে ৩ বার এই রূপটান ব্যবহার করুন ৷
advertisement
4/6
৩ চামচ অ্যালোভেরা জেল, অর্ধেক চামচ বেসন ও এক চিমটে হলুদ মেশান ৷এই মিশ্রণের প্রলেপ আঘধণ্টা দিয়ে রাখুন ঘাড়ে ৷ তার পর ধুয়ে নিন ৷ সপ্তাহে তিন বার এই টোটকা ব্যবহার করুন ৷
৩ চামচ অ্যালোভেরা জেল, অর্ধেক চামচ বেসন ও এক চিমটে হলুদ মেশান ৷এই মিশ্রণের প্রলেপ আঘধণ্টা দিয়ে রাখুন ঘাড়ে ৷ তার পর ধুয়ে নিন ৷ সপ্তাহে তিন বার এই টোটকা ব্যবহার করুন ৷
advertisement
5/6
২ চামচ শশার রসের সঙ্গে মেশান ১ চামচ অ্যালোভেরা জেল ৷ এই মিশ্রণ ঘাড়ে লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা ৷ তার পর হাল্কা হাতে মালিশ করে ধুয়ে নিন জলে ৷ এতে ঘাড়ের কালো দাগ উঠে যাবে ৷ ত্বকের মসৃণতাও বজায় থাকবে ৷
২ চামচ শশার রসের সঙ্গে মেশান ১ চামচ অ্যালোভেরা জেল ৷ এই মিশ্রণ ঘাড়ে লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা ৷ তার পর হাল্কা হাতে মালিশ করে ধুয়ে নিন জলে ৷ এতে ঘাড়ের কালো দাগ উঠে যাবে ৷ ত্বকের মসৃণতাও বজায় থাকবে ৷
advertisement
6/6
১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন সম পরিমাণ মুলতানি মাটি ও গোলাপজল ৷ এই মিশ্রণ ঘাড়ে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন ৷ তার পর ধুয়ে ফেলুন ৷
১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন সম পরিমাণ মুলতানি মাটি ও গোলাপজল ৷ এই মিশ্রণ ঘাড়ে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন ৷ তার পর ধুয়ে ফেলুন ৷
advertisement
advertisement
advertisement