Beauty Tips: শরীরে কালো ছাপ মুছে চকচকে হতে লাগবে ২ মিনিট! জানুন সহজ উপায়ে, দেখুন

Last Updated:
হয়ে উঠুন সুন্দরী, খুব সহজে
1/7
 রোদে পুড়ছে ত্বক৷ সূর্যের প্রখর রোদ যেন ত্বকের নিশ্চিত শত্রু! সূর্যের তেজে ত্বক শুষ্ক, প্রাণহীন আর নির্জীব হয়ে যায়। তার চেয়েও বড় সমস্যা হল রোদে পুড়ে ট্যানড হওয়া। ফলে চামড়ার রং অনেকটা পুড়ে যায়৷
রোদে পুড়ছে ত্বক৷ সূর্যের প্রখর রোদ যেন ত্বকের নিশ্চিত শত্রু! সূর্যের তেজে ত্বক শুষ্ক, প্রাণহীন আর নির্জীব হয়ে যায়। তার চেয়েও বড় সমস্যা হল রোদে পুড়ে ট্যানড হওয়া। ফলে চামড়ার রং অনেকটা পুড়ে যায়৷
advertisement
2/7
আর এই ট্যানিং তুলতে অনেকে অনেক টাকা খরচ করেন৷ তবে ঘরোয়া উপায়ও দূর করতে পারেন এই ট্যানিং৷
আর এই ট্যানিং তুলতে অনেকে অনেক টাকা খরচ করেন৷ তবে ঘরোয়া উপায়ও দূর করতে পারেন এই ট্যানিং৷
advertisement
3/7
ঘোলের সঙ্গে ওটমিল মিশিয়েও ট্যান দূর করার প্যাক তৈরি করা যায়। যেখানে যেখানে পোড়া ভাব হয়েছে সেখানে এই মিশ্রণ আলতো করে ঘষতে হবে। ওটমিল হল প্রাকৃতিক এক্সফোলিয়েটর যা ত্বকের উপরিভাগে অবস্থিত মৃত কোষ তুলে ফেলে। আর ঘোল ত্বকের জ্বালা প্রশমিত করে।
ঘোলের সঙ্গে ওটমিল মিশিয়েও ট্যান দূর করার প্যাক তৈরি করা যায়। যেখানে যেখানে পোড়া ভাব হয়েছে সেখানে এই মিশ্রণ আলতো করে ঘষতে হবে। ওটমিল হল প্রাকৃতিক এক্সফোলিয়েটর যা ত্বকের উপরিভাগে অবস্থিত মৃত কোষ তুলে ফেলে। আর ঘোল ত্বকের জ্বালা প্রশমিত করে।
advertisement
4/7
ত্বকের ট্যান দূর করতে দুর্দান্ত কাজে দেয় টম্যাটো। ত্বকে প্রয়োজনীয় তেল যোগায় এই সবজি এবং তার সঙ্গে সঙ্গে ত্বক টোন করে উজ্বলতা নিয়ে আসে। শুধু ত্বকে নয়, একই কারণে টম্যাটোর ক্বাথ চুলেও ব্যবহার করা যেতে পারে। কারণ ত্বকের মতো সূর্যের আলোয় চুলও ক্ষতিগ্রস্ত হয়।
ত্বকের ট্যান দূর করতে দুর্দান্ত কাজে দেয় টম্যাটো। ত্বকে প্রয়োজনীয় তেল যোগায় এই সবজি এবং তার সঙ্গে সঙ্গে ত্বক টোন করে উজ্বলতা নিয়ে আসে। শুধু ত্বকে নয়, একই কারণে টম্যাটোর ক্বাথ চুলেও ব্যবহার করা যেতে পারে। কারণ ত্বকের মতো সূর্যের আলোয় চুলও ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
5/7
ট্যান দূর করার আরও একটি উপায় হল মধু আর লেবুর রস ব্যবহার করা। দুই টেবিল চামচ মধু ও অর্ধেক লেবুর রস নিয়ে তার মধ্যে এক চিমটি হলুদ ও এক টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। এটি মুখে লাগাতে হবে এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। মুখ ধুয়ে ফেলার পরে পার্থক্য বোঝা যাবে।
ট্যান দূর করার আরও একটি উপায় হল মধু আর লেবুর রস ব্যবহার করা। দুই টেবিল চামচ মধু ও অর্ধেক লেবুর রস নিয়ে তার মধ্যে এক চিমটি হলুদ ও এক টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। এটি মুখে লাগাতে হবে এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। মুখ ধুয়ে ফেলার পরে পার্থক্য বোঝা যাবে।
advertisement
6/7
এছাড়াও আরও একটি প্যাক তৈরি করা যায় জিরে দিয়ে। কালো এবং সাদা জিরে সমান পরিমাণে নিয়ে দুধ বা ক্রিম দিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। পেস্টটি সারা মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো ফল পেতে জন্য সপ্তাহে অন্তত দু'বার এই মাস্কটি ব্যবহার করতে হবে।
এছাড়াও আরও একটি প্যাক তৈরি করা যায় জিরে দিয়ে। কালো এবং সাদা জিরে সমান পরিমাণে নিয়ে দুধ বা ক্রিম দিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। পেস্টটি সারা মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো ফল পেতে জন্য সপ্তাহে অন্তত দু'বার এই মাস্কটি ব্যবহার করতে হবে।
advertisement
7/7
মুখ ছাড়াও হাত-পাও রোদে পুড়ে কালো হয়। তার জন্য হাত এবং মুখে নিয়মিত ডাবের জল লাগাতে হবে। এতে রোদে পোড়া ভাব দূর হবে এবং ত্বক কোমল হবে। ট্যানিং দূর করতে ডাবের জলের মতো কার্যকরী উপাদান আর হয় না।
মুখ ছাড়াও হাত-পাও রোদে পুড়ে কালো হয়। তার জন্য হাত এবং মুখে নিয়মিত ডাবের জল লাগাতে হবে। এতে রোদে পোড়া ভাব দূর হবে এবং ত্বক কোমল হবে। ট্যানিং দূর করতে ডাবের জলের মতো কার্যকরী উপাদান আর হয় না।
advertisement
advertisement
advertisement