Home Remedies: এখানে-সেখানে দাগ লজ্জায় ফেলছে, রইল ঘরোয়া সহজ টোটকা

Last Updated:
Home Remedies: সব দাগ নিয়েই বেশ সমস্যায়, সহজে মুক্তির উপায়
1/7
কাপড়ে কালির দাগ লাগলে সামাণ্য টুথপেস্ট ঘষে নিন, এক নিমেষে উঠে যাবে সেই দাগ৷ Photo- Representative
কাপড়ে কালির দাগ লাগলে সামাণ্য টুথপেস্ট ঘষে নিন, এক নিমেষে উঠে যাবে সেই দাগ৷ Photo- Representative
advertisement
2/7
কাপড়ে  কোনওভাবে  রক্তের দাগ লাগলে সেটাকে দাগ মুক্ত করতে ভীষণ চাপ হয়ে যায়৷ এর সহজ  সমাধান ভিনিগার৷ একটু ভিনিগার জলে রক্তের দাগ লাগা অংশটা ডুবিয়ে রাখলে সেটা উঠে যায়৷
কাপড়ে  কোনওভাবে  রক্তের দাগ লাগলে সেটাকে দাগ মুক্ত করতে ভীষণ চাপ হয়ে যায়৷ এর সহজ  সমাধান ভিনিগার৷ একটু ভিনিগার জলে রক্তের দাগ লাগা অংশটা ডুবিয়ে রাখলে সেটা উঠে যায়৷
advertisement
3/7
অনেক সময়েই বডি স্প্রে বা পারফিউম জামায় লাগালে সেই জায়গাগুলিতে দাগ হয়ে যায়৷  পারফিউমের দাগের সমাধান বেকিং সোডা৷ Photo- Representative
অনেক সময়েই বডি স্প্রে বা পারফিউম জামায় লাগালে সেই জায়গাগুলিতে দাগ হয়ে যায়৷  পারফিউমের দাগের সমাধান বেকিং সোডা৷ Photo- Representative
advertisement
4/7
যা মারাত্মক গরম চলেছে তাতে জামা কাপড়ে ঘামের দাগ হবে না সে তো হয় না, কিন্তু সেই দাগ তোলা নিয়েও কি আপনার সমস্যা হয়, তাহলে  সমাধান হল পাতিলেবু৷ Photo- Representative
যা মারাত্মক গরম চলেছে তাতে জামা কাপড়ে ঘামের দাগ হবে না সে তো হয় না, কিন্তু সেই দাগ তোলা নিয়েও কি আপনার সমস্যা হয়, তাহলে  সমাধান হল পাতিলেবু৷ Photo- Representative
advertisement
5/7
রোজকার বাসন ব্যবহার করতে করতে তার চমকটা চলে যায়, যতই পরিষ্কার করে মাজুন সেই পুরনো চকচকে বিষয়টা আসতে চায় না৷  চাল ধোওয়ার জলে কাঁচ ও স্টিলের বাসন খানিকক্ষণ ডুবিয়ে রাখলে সেটা ঝকঝক করবে৷
রোজকার বাসন ব্যবহার করতে করতে তার চমকটা চলে যায়, যতই পরিষ্কার করে মাজুন সেই পুরনো চকচকে বিষয়টা আসতে চায় না৷  চাল ধোওয়ার জলে কাঁচ ও স্টিলের বাসন খানিকক্ষণ ডুবিয়ে রাখলে সেটা ঝকঝক করবে৷
advertisement
6/7
লেবুর খোসা ফেলে দেবেন না, ছোট ছোট টুকরো করে ডিটারজেন্টের প্যাকেটের মধ্যে মিশিয়ে নিন এতে কাপড কাচার সাবানও কম লাগবে আর কাপড়ও ঝকঝক করবে৷ Photo- Representative
লেবুর খোসা ফেলে দেবেন না, ছোট ছোট টুকরো করে ডিটারজেন্টের প্যাকেটের মধ্যে মিশিয়ে নিন এতে কাপড কাচার সাবানও কম লাগবে আর কাপড়ও ঝকঝক করবে৷ Photo- Representative
advertisement
7/7
কড়াই বা ফ্রাইং প্যানে কোনও কিছু পুড়িয়ে ফেললে সেই দাগ থেকে যায় সেই দাগ দূর করতে কুঁচনো কিছু পেঁয়াজ জলে ভিজিয়ে কড়ায় রেখে দিন, আস্তে আস্তে দাগ উঠে যাবে৷ Photo- Representative
কড়াই বা ফ্রাইং প্যানে কোনও কিছু পুড়িয়ে ফেললে সেই দাগ থেকে যায় সেই দাগ দূর করতে কুঁচনো কিছু পেঁয়াজ জলে ভিজিয়ে কড়ায় রেখে দিন, আস্তে আস্তে দাগ উঠে যাবে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement