দোল খেলার আগে মেখে নিন এগুলো, রং উঠে যাবে নিমেষে

Last Updated:
রং খেলার আগেই মেখে নিন এগুলো যাতে পরে রং তুলতে বেশি কষ্ট করতে না হয়
1/9
রাঙিয়ে দিয়ে যাও। আজ দোলযাত্রা। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে আগুনঝরা উচ্ছ্বলতা। রাজ্যে আজ দোল ৷ দোল খেলার পর ত্বক, চুল থেকে রং তুলতে হিমসিম খেতে হয়৷ তাই রং খেলার আগেই মেখে নিন এগুলো যাতে পরে রং তুলতে বেশি কষ্ট করতে না হয়৷
রাঙিয়ে দিয়ে যাও। আজ দোলযাত্রা। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে আগুনঝরা উচ্ছ্বলতা। রাজ্যে আজ দোল ৷ দোল খেলার পর ত্বক, চুল থেকে রং তুলতে হিমসিম খেতে হয়৷ তাই রং খেলার আগেই মেখে নিন এগুলো যাতে পরে রং তুলতে বেশি কষ্ট করতে না হয়৷
advertisement
2/9
খেলতে যাওয়ার আগে মুখে, চুলে মেখে নিন অলিভ অয়েল৷ এতে রং বসবে না মুখে, চুলে৷ স্নান করলে সহজেই উঠে যাবে রং৷
খেলতে যাওয়ার আগে মুখে, চুলে মেখে নিন অলিভ অয়েল৷ এতে রং বসবে না মুখে, চুলে৷ স্নান করলে সহজেই উঠে যাবে রং৷
advertisement
3/9
দোল খেলতে যাওয়ার আগে চুলে লাগিয়ে নিন সর্ষের তেল৷ এতে রং বসে যাবে না তালুতে৷ দোল খেলে শ্যাম্পু করার পরও লাগিয়ে রাখতে পারেন সর্ষের তেল৷ এতে তালুতে জমে রাখা রংও সহজে উঠে যাবে৷
দোল খেলতে যাওয়ার আগে চুলে লাগিয়ে নিন সর্ষের তেল৷ এতে রং বসে যাবে না তালুতে৷ দোল খেলে শ্যাম্পু করার পরও লাগিয়ে রাখতে পারেন সর্ষের তেল৷ এতে তালুতে জমে রাখা রংও সহজে উঠে যাবে৷
advertisement
4/9
চুল বাঁচানোর আরও একটি সহজ উপায় হল নারকেলের দুধ৷ দোল খেলতে নামার আগে চুলে নারকেলের দুধ লাগিয়ে নিন, অথবা দোল খেলার পর শ্যা্ম্পু করার আগেও লাগাতে পারেন নারকেলের দুধ৷ এতে কোনও ভাবেই রং থাকবে না চুলে৷
চুল বাঁচানোর আরও একটি সহজ উপায় হল নারকেলের দুধ৷ দোল খেলতে নামার আগে চুলে নারকেলের দুধ লাগিয়ে নিন, অথবা দোল খেলার পর শ্যা্ম্পু করার আগেও লাগাতে পারেন নারকেলের দুধ৷ এতে কোনও ভাবেই রং থাকবে না চুলে৷
advertisement
5/9
খেলতে নামার আগে মুখ, হাত ও শরীরের যে যে অংশ খোলা থাকবে সেখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিন৷ এতে খেলার পর সহজেই রং উঠে যাবে৷
খেলতে নামার আগে মুখ, হাত ও শরীরের যে যে অংশ খোলা থাকবে সেখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিন৷ এতে খেলার পর সহজেই রং উঠে যাবে৷
advertisement
6/9
খেলতে নামার আগে নখে লাগিয়ে নিন গাঢ় নেল পেইন্ট৷ খেলার পর নেল পলিশ রিমুভার দিয়ে তুলে ফেললেই উঠে যাবে রং৷
খেলতে নামার আগে নখে লাগিয়ে নিন গাঢ় নেল পেইন্ট৷ খেলার পর নেল পলিশ রিমুভার দিয়ে তুলে ফেললেই উঠে যাবে রং৷
advertisement
7/9
ত্বক বাঁচাতে না হয় একটু সেজেগুজেই রং খেললেন৷ মুখে ফাউন্ডেশন লাগিয়ে রং খেললে রং উঠেও যাবে তাড়াতাড়ি, ত্বকের ক্ষতিও হবে না৷
ত্বক বাঁচাতে না হয় একটু সেজেগুজেই রং খেললেন৷ মুখে ফাউন্ডেশন লাগিয়ে রং খেললে রং উঠেও যাবে তাড়াতাড়ি, ত্বকের ক্ষতিও হবে না৷
advertisement
8/9
মুখ, হাত ও ঠোঁটে ভেসলিন লাগিয়েও দোল খেলতে পারেন৷এতে রং উঠে যাওয়ার পর ত্বক শুষ্ক হবে না৷ ত্বকের আর্দ্রতা বজায় থাকবে৷
মুখ, হাত ও ঠোঁটে ভেসলিন লাগিয়েও দোল খেলতে পারেন৷এতে রং উঠে যাওয়ার পর ত্বক শুষ্ক হবে না৷ ত্বকের আর্দ্রতা বজায় থাকবে৷
advertisement
9/9
খেলতে নামার অন্তত ৩০-৪০ মিনিট আগে মুখে সানস্ক্রিন মেখে নিন৷ এতেও রং সহজে উঠবে৷ ত্বকের ক্ষতিও হবে না৷
খেলতে নামার অন্তত ৩০-৪০ মিনিট আগে মুখে সানস্ক্রিন মেখে নিন৷ এতেও রং সহজে উঠবে৷ ত্বকের ক্ষতিও হবে না৷
advertisement
advertisement
advertisement