Holi Colour Removal Tips: ২দিন পরেও উঠেনি হোলির রং? রইল রং তোলার ৫ টি সহজ উপায়!

Last Updated:
Holi 2024- সকাল থেকে আবির থেকে শুরু করে, বাঁদুরে রং, জল রং মেখে নিজেকে একেবারে না চেনার মত অবস্থা তৈরি হয়। তবে রং খেলার পর রং তোলাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি সহজ উপায় জেনে নিন।
1/5
টক দই ও বেসনের মিশ্রণঃ টক দই ও বেসনের প্যাক বানিয়ে প্রায় ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন। দেখবেন মুখের জেল্লা ফিরে পাবেন।
টক দই ও বেসনের মিশ্রণঃ টক দই ও বেসনের প্যাক বানিয়ে প্রায় ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন। দেখবেন মুখের জেল্লা ফিরে পাবেন।
advertisement
2/5
নারকেল তেল অথবা অলিভ অয়েলঃ রং খেলা সম্পন্ন হলে মুখে ভালো করে নারকেল তেল অথবা অলিভ অয়েল লাগিয়ে রাখতে পারেন। তাহলে সহজেই রং উঠে যাবে।
নারকেল তেল অথবা অলিভ অয়েলঃ রং খেলা সম্পন্ন হলে মুখে ভালো করে নারকেল তেল অথবা অলিভ অয়েল লাগিয়ে রাখতে পারেন। তাহলে সহজেই রং উঠে যাবে।
advertisement
3/5
পাতিলেবুঃ ভেষজ ন্যাচারাল ব্লিচিং হল পাতি লেবুর রস। রং মাখানো মুখে অন্তত ১৫ মিনিট পাতি লেবুর রস লাগিয়ে মুখ ধুয়ে নিতে পারবেন।
পাতিলেবুঃ ভেষজ ন্যাচারাল ব্লিচিং হল পাতি লেবুর রস। রং মাখানো মুখে অন্তত ১৫ মিনিট পাতি লেবুর রস লাগিয়ে মুখ ধুয়ে নিতে পারবেন।
advertisement
4/5
ময়েশ্চরাইজার ক্রিম অথবা কাচা দুধঃ শরীর থেকে রং তোলার জন্য দুধ বা ময়েশ্চরাইজার ক্রিমে বেশকিছুক্ষণ তুলো ভিজিয়ে রাখুন। তারপর সেই ভেজানো তুলো দিয়ে শরীরে লেগে থাকা রং পরিষ্কার করে নিন।
ময়েশ্চরাইজার ক্রিম অথবা কাচা দুধঃ শরীর থেকে রং তোলার জন্য দুধ বা ময়েশ্চরাইজার ক্রিমে বেশকিছুক্ষণ তুলো ভিজিয়ে রাখুন। তারপর সেই ভেজানো তুলো দিয়ে শরীরে লেগে থাকা রং পরিষ্কার করে নিন।
advertisement
5/5
টক দই ও পাতিলেবুর প্যাকঃ রং খেলার পর টক দই ও পাতিলেবুর প্যাক বানিয়ে মাথার চুলে ১৫ থেকে ২০ মিনিট মেখে রাখুন। তারপর কোনও হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুলটা। তাহলে চুলও পরিষ্কার হয়ে যাবে।
টক দই ও পাতিলেবুর প্যাকঃ রং খেলার পর টক দই ও পাতিলেবুর প্যাক বানিয়ে মাথার চুলে ১৫ থেকে ২০ মিনিট মেখে রাখুন। তারপর কোনও হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুলটা। তাহলে চুলও পরিষ্কার হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement