দোল খেলার সময়ে যে চিন্তাটা সবথেকে বেশি মাথায় ঘোরে তা হল ত্বক এবং চুল৷ সেই ভয়ে কেউ কেউ দোল না খেলার কথাও ভাবেন৷ কিন্তু কয়েকটি টিপস ফলো করলেই সহজে চুলের সুরক্ষা বজায় থাকে৷ চিকিৎসক মুকেশ বাত্রা জানান, রঙের প্রভাব বেশ কয়েকদিন ত্বক, মুখ এমনকী চুলে থাকতে পারে৷ অনেকেই দোলের পরে ত্বকের জ্বালা, পোড়া, চুলকানির অভিযোগ করে থাকেন৷