জলখাবারে ফল খাচ্ছেন নাকি? সাবধান! অজান্তেই মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সকালের জলখাবারে ফল খেতে বারণ করার আরও একটা বড় কারণ হল এই সময় অগ্নি কম থাকে। অগ্নি মানে হজমশক্তি।
খালি পেটে জল, ভরা পেটে ফল। যুগ যুগ ধরে এমন কথাই বলে আসছেন মা-ঠাকুমারা। অনেকটা আপ্তবাক্যের মতো। তবে অনেকেই সকালের জলখাবারে ফল খেতে পছন্দ করেন। অর্থাৎ খালি পেটেই। আয়ুর্বেদিক চিকিৎসকরা বলছেন, এটা বিষের মতো। আয়ুর্বেদ ‘পিত্ত, বায়ু, কফ’, ত্রিদোষ মেনে চলে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সময় কফ কাল। এই সময় অগ্নি খুব কম থাকে। খালি পেটে ফল খেতে নিষেষ করার এটাই প্রধান কারণ।
advertisement
advertisement
advertisement
advertisement
সকালের জলখাবারে ফল খায় কেন: কিন্তু অনেকেই তো সকালের জলখাবারে ফল খান, দিব্যি হজমও করে নেন। তাঁদের ক্ষেত্রে কী হবে? আয়ুর্বেদিক চিকিৎসকরা বলেন, কিছু মানুষ সকালে ফল খেয়ে অভ্যস্ত। এটা তাঁদের শরীরের অংশ হয়ে গিয়েছে। তাঁদের হজমশক্তিও অন্যদের তুলনায় ভাল হতে পারে। তবে এই অভ্যাসটা তাঁদের জন্যই উপযুক্ত যারা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করেন এবং শারীরিকভাবে সক্রিয়।
advertisement
তবু সকালের জলখাবারে ফল চাই: অনেকেই আছেন সকালে পাতে ফল না থাকলে জলখাবার অসম্পূর্ণ মনে হয়। আয়ুর্বেদিক চিকিৎসকরা বলছেন, এমন অভ্যাস হয়ে গেলে ফলের সঙ্গে সামান্য দারচিনি বা শুকনো আদা মিশিয়ে খাওয়া উচিত। তবে গরমকালে সকালে ফল খাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)