Skin Care: জ্বালাজ্বালা ভাব, লালচে ছোপ, বর্ষায় ত্বকের বেহাল অবস্থা? এই কটা উপায় মানলেই হয়ে উঠবেন মোহময়ী
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা, স্যাঁতসেঁতে পরিবেশের কারণে লালভাব, চুলকানি জাতীয় সমস্যা হয়৷ এছাড়াও বৃষ্টির ফলে ছোট-ছোট পোকামাকড় কামড়ায়৷ ফলে এই সমস্যা আরও বৃদ্ধি পায়৷
বর্ষাকালে ত্বকে নানাধরনের সমস্যা হয়৷ বিশেষ করে ডার্মাটাইটিস এই সময় খুব সাধারণ সমস্যা৷ গ্রীষ্মকালে অ্যাকনের সমস্যা দেখা যায়৷ বর্ষাকালে অ্যাকনের সমস্যা কিছুটা কমলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বকে জ্বালাজ্বালা ভাব, এগজ়িমা, সোরিওসিস ইত্যাদি নানাধরনের অসুবিধা হয়৷ ডার্মাটোলজিস্ট ডাঃ ভারতী প্যাটেল এই সমস্যার সমাধানের কথা বলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement