Heat Stroke remedy: প্রবল গরমে নাজেহাল দেশ থেকে বাংলা, বমিভাব থেকে জলশূন্যতা হতে পারে মৃত্যুও! বয়স্কদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াবেন কোন উপায়ে?

Last Updated:
বাংলা তথা গোটা দেশেই শুরু হয়েছে প্রচণ্ড দাবদাহ। রাস্তায় বেরোলেই রোদের তাপে ঝলসে যাচ্ছে দিকবিদিক।
1/10
*তিনি আরও বলেন, গরমের সময় তাপপ্রবাহের কারণে আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, যা অনেক সমস্যার সৃষ্টি করে, তাই আপনি যদি বেলের রস খান তবে এটি আপনার শরীরকে ঠান্ডা রাখতে এবং আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে কাজ করবে।
বাংলা তথা গোটা দেশেই শুরু হয়েছে প্রচণ্ড দাবদাহ। রাস্তায় বেরোলেই রোদের তাপে ঝলসে যাচ্ছে দিকবিদিক। এমন গরমে বাড়ির বয়স্কদের সদস্যদেরও কষ্টও বেড়ে যায়।
advertisement
2/10
গরমে দিঘায় বাড়তি ভিড় মাথায় রেখে একজোড়া লোকাল ট্রেন চালু করল দক্ষিণ পূর্ব রেল। ফলে দিঘা যাতায়াতের খরচ কমবে। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাবাসী।
কারোর পেটের গণ্ডগোল দেখা দেয় আবার কারোর শরীরে জলের পরিমাণ কমতে শুরু করে। এমন সময় রোদে বেরোলে হিট স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়।কারণ এই সময় এই গরমের সঙ্গে মানিয়ে নিতে অনেকেরই সমস্যা হয়।
advertisement
3/10
গুজরাত, পশ্চিম রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় ধুলোঝড় হবে, যা বায়ু দূষণ বৃদ্ধি করবে। তবে, এটি গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। পশ্চিম রাজস্থানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেখানে ১৫ এপ্রিলের পর তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
ফলে সহজেই তারা সহজেই নানা রোগে আক্রান্ত হয়। গরমের সময়টা তাই বয়স্কদের সাবধানে রাখতে হয়। শরীরে কোনওভাবেই যাতে জলশূন্যতা তৈরি না হয় সেইদিকে নজর রাখা জরুরি। বিশেষ নজর দিতে হবে খাওয়া-দাওয়াতেও।
advertisement
4/10
অন্যদিকে, মধ্যপ্রদেশের ভোপাল, ছিন্দওয়ারা, রেওয়া, সাতনা, ইন্দোর এবং সাগরের মতো এলাকাতেও তাপপ্রবাহ দেখা যেতে পারে।
এই প্রসঙ্গে মাদ্রাজ মেডিক্যাল কলেজের সরোজ গৌতম জানান, তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হলেই তা সহ্যমাত্রা অতিক্রম করে যায়। ফলে এই সময় সানস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
advertisement
5/10
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে কলকাতা ও কলকাতা সংলগ্ন এবং উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।
এই প্রসঙ্গে ডাক্তার জানাচ্ছেন, বয়স্কদের উচ্চ রক্তচাপ, উচ্চ মাত্রায় শর্করা, কোলেস্টরল বা যকৃতের সমস্যা থাকে। এছাড়াও, অনেকেরই এই সময় প্রস্রাব কম হওয়ার সমস্যা দেখা দেয়। হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দেয়।
advertisement
6/10
কলকাতায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস আবহাওয়া দফতরের। ইদের পরদিন মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা তুলনায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা বেশি। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শুক্রবারের মধ্যে।
এই সময় বাইরে বেরোলে সঙ্গে ছাতা, জলের বোতল রাখতে হবেই। এই সময় রোদে বেশিক্ষণ থাকবেন না। মুখে-ঘাড়ে জল দিলে কষ্ট কমবে। মাথায় ঠাণ্ডা জলে ভেজানো কাপড়ের টুকরো দিয়ে জলপট্টি দিতে পারলেও কাজ হয়। মাথায় ঠাণ্ডা জলে ভেজানো কাপড়ের টুকরো দিয়ে জলপট্টি দিলেও কাজ হবে।
advertisement
7/10
অন্যদিকে, হাই ব্লাড প্রেশার একাধিক শারীরিক জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায় এবং অজান্তেই এটি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের কারণ হয়ে উঠতে পারে।
গরম বমি শুরু হলে চিনি দেওয়া জল আগে খাওয়ানো উচিত। ডাবের জল এই ক্ষেত্রে কার্যকরী হবে। একটু পরে ঠাণ্ডা জলে স্নান করা উচিত। যদি পরিস্থিতি সংকটজনক হয় সেক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে প্যারাসিটামল ইনজেকশন দিতে হবে। সঙ্গে পালস এবং রক্তচাপও মেপে নিতে হবে।
advertisement
8/10
উচ্চ রক্তচাপ কমায়-- গবেষণায় প্রমাণিত, মুগ ডাল ব্লাড প্রেশার কমায়। মুগ ডালে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার যা উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম। কাজেই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মুগ ডাল খাওয়া উচিত।
বয়স্ক ব্যক্তিদের অল্প অল্প খাবার দিতে হবে। তেলমশলাযুক্ত বারবার খেতে দিতে হবে। বাইরের খাবারের বদলে বাড়িতে তৈরি কম মশলাযুক্ত খাবার দেওয়া উচিত। দাঁতের সমস্যা থাকলে চিবিয়ে না খেয়ে গলা ভাত, সেদ্ধ সবজি, বা তরল জাতীয় খাবার খেতে পারেন।
advertisement
9/10
Watermelon
এই সময় পর্যাপ্ত জল খেতে হবে, জলের ভাগ বেশি, এমন ফল খাওয়াতে হবে যেমন, শসা, তরমুজ ইত্যাদি। নরম পানীয় না খেয়ে ডিটক্স পানীয় খান।
advertisement
10/10
*ফল সাধারণত স্বাস্থ্যের জন্য খুব ভাল। তার মধ্যে এই ফলটি অনন্য। এটি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জন্মানো একটি ফল। এটি একটি মিষ্টি এবং টক স্বাদ আছে হিসাবে অনেক মানুষের একটি প্রিয়। আমাদের দেশে সাধারণ বাজার থেকে শুরু করে বড় বড় সুপার মার্কেট পর্যন্ত এই ফলটি সহজেই পাওয়া যায়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement