Healthy Living: শরীরের চাহিদা আলাদা, তাই নারী ও পুরুষের স্নানের ধরনও ভীষণ আলাদা, মহিলা শরীর কেন বেশি উষ্ণতা চায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Healthy Living: শরীর চাঙ্গা করতে মহিলারা চান গরম স্নানের জল, কেন মহিলাদের শরীর বেশি গরম চায়, কারণ চমকে যাবে...
মহিলারা-পুরুষদের থেকে নানা দিক থেকেই অনেকটা আলাদা৷ তাঁদের শরীরের নানা রকম হরমোন আলাদা হয় এই কারণেই তাঁদের পছন্দ আলাদারকম হয়৷ স্নানের ক্ষেত্রেও নারী ও পুরুষের পছন্দ আলাদা৷ এমনকি জল কতটা গরমে তৃপ্ত হন মহিলারা সেটাও পুরুষদের থেকে অনেকটাই আলাদা৷ কেন গরম শাওয়ার বেশি পছন্দ করেন তার কারণগুলি মনস্তাত্ত্বিক এবং বায়ো কেমিক্যাল। পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে বেশি চর্বি থাকে। এই চর্বি টেম্পারেচর কার্যকরভাবে শোষণ করে। তাই বাইরের আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে মহিলাদের শরীর বাইরে থেকে গরম হতে চায়। এই জন্যে গরম শাওয়ারে বেশি করে স্নান করেন মহিলারা৷ Image: Canva
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement