Healthy Living: কেনার আগে সাবধান! এইসব ফল ও সব্জিতে 'বিষ' থাকে যা ধোওয়ার পর-ও রয়ে যায় বিষাক্ত কীটনাশক, হতে পারে ক্যানসার-সহ নানা জটিল অসুখ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কীটনাশক কিন্তু কার্যত 'বিষ'! খাবারের মাধ্যমে তা শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে নানা জটিল রোগের রোগের জন্ম দেয়।
শরীর সুস্থ রাখতে ফল-সব্জির কোন-ও বিকল্প নেই। কিন্তু জানবেন, কিছু ফল ও সব্জিতে প্রচুর পরিমাণে কীটনাশকও থাকে। পোকামাকড়ের আক্রমণ থেকে ফল বা শাক-সব্জিকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশক কিন্তু কার্যত 'বিষ'! খাবারের মাধ্যমে তা শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে নানা জটিল রোগের রোগের জন্ম দেয়।
advertisement
কীটনাশকের প্রভাবে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বিঘ্নিত হয়। লাগাতার শরীরে কীটনাশক মিশতে থাকলে ক্যানসার হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এবং সবথেকে ভয়ের বিষয় হল, এমন কিছু ফল ও সবজি আছে, যেগুলি ভাল করে ধোওয়ার পরেও তাতে কীটনাশক রয়ে যায়। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
