Healthy Lifestyle: শীতে ত্বকের ১২টা বেজে গিয়েছে? ময়েশ্চারাইজার, গ্লিসারিন সব ফেল করলেও এই ৫ পানীয় ভেলকি দেখাবে... মুখে দিয়ে দেখুন
- Published by:Rachana Majumder
- trending-desk
Last Updated:
শীতে কমবেশি সবাই ত্বকের যত্ন নেন। এই সময়ে ত্বক মসৃণ রাখতে অনেকেই গ্লিসারিন ও ময়েশ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু, নিয়মিত ৫টি পানীয় পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
সে ছিল এক জনপ্রিয় গ্লিসারিন সাবানের বিজ্ঞাপন। মধ্যবিত্ত বাঙালির ঘরে ঘরে তার কদর ছিল বছরের পর বছর জুড়ে। এল শীতের রুক্ষ দিন-এর সুর হয়তো এখনও অনেকেই একেবারে ভুলতে পারেননি। তার সঙ্গেই ছিল প্রিয় ত্বকের যত্ন-এর অনুষঙ্গ। তবে যে পণ্য যা-ই দাবি করুক না কেন, সব সময়ে শীতে গ্লিসারিনের ব্যবহার যে কাঙ্ক্ষিত ফল দেয়, এমনটা মোটেও নয়। শীত জাঁকিয়ে পড়লে ফেল মেরে যায় বেবাক ময়েশ্চারাইজারও।
advertisement
সেই কারণেই শীতে ত্বকের যত্ন নেওয়ার দায়িত্ব বেড়ে যায়। কারণ এমন সময়ে ত্বকের মসৃণতা কমে যায়। এক একজনের ত্বক এক একেক রকমের হয়। তাই সবথেকে ভাল হয় একজন স্কিন স্পেশালিষ্টের সঙ্গে পরামর্শ করে কিছু ব্যবহার করা। এমনিতেই শীতকালে বাতাসে রুক্ষতা বেড়ে যায়। এই সময় নিজেদের ত্বক মসৃণ এবং জেল্লাদার রাখা খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু, কয়েকটি পানীয় নিজেদের ত্বক মসৃণ রাখতে সাহায্য করতে পারে। তাই আমরা এখানে ত্বক মসৃণকারী পানীয় সম্পর্কে তথ্য নিয়ে এসেছি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement