বিশ্ব সংসারে সবথেকে আদিম ক্রিয়া যৌনতা, তবে যৌনতা নিয়ে আজও আমাদের মনে অনেক রাখঢাক রয়েছে! যৌন সমস্যা নিয়ে আজও প্রকাশ্যে কথা বলতে অস্বস্তিবোধ করেন সিংহভাগ মানুষে! কিন্তু খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতা-ও একটি স্বাভাবিক জৈবিক ক্রিয়া! গবেষকরা দাবি করেন, একটি সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! অনেক পুরুষ ও নারীরই মনে প্রশ্ন থাকে, কী খেলে যৌন ক্ষমতা বাড়বে? গবেষকরা এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন। খুব সাধারণ, সহজলভ্য এই কয়েকটা খাবারই করবে কামাল। শরীর-মন দুই-ই ভাল রাখবে, যৌন ক্ষমতা বাড়বে চড়চড়িয়ে