পুরুষের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেয়...! ফল আর পাতায় ম্যাজিক, খেতে হবে শুধু 'এই' নিয়মেই!

Last Updated:
Healthy Lifestyle: ধর্মীয় পুরাণেও আছে উল্লেখ। কদম গাছের ফুল নয় আসল রহস্যের চাবিকাঠি এর ফল আর পাতা। জীবনে সুখের জোয়ার এনে দেবে ম্যাজিকের মতো।
1/6
ভারতে গাছ এবং গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে অনেক ধর্মীয় বিশ্বাস রয়েছে। অনেক গাছের পুজোও করা হয়। গাছ এবং ভেষজ শুধু প্রাকৃতিক উপকারই দেয় না বরং অনেক ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহার করা যায় মানুষের উপকারে। এমনই একটি গাছকে দেবতাদের বৃক্ষ হিসাবেও বিবেচনা করা হয়।
ভারতে গাছ এবং গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে অনেক ধর্মীয় বিশ্বাস রয়েছে। অনেক গাছের পুজোও করা হয়। গাছ এবং ভেষজ শুধু প্রাকৃতিক উপকারই দেয় না বরং অনেক ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহার করা যায় মানুষের উপকারে। এমনই একটি গাছকে দেবতাদের বৃক্ষ হিসাবেও বিবেচনা করা হয়।
advertisement
2/6
ট্রি অফ গডস নাম শুনে অবাক হবেন না। এই গাছকে দেববৃক্ষও বলা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা কদম্ব গাছের বা কদম গাছের কথা বলছি। কবিতা সাহিত্যেও বার বার এই গাছের উল্লেখ শুনে থাকবেন। তবে ধর্মীয় ব্যাখ্যা ছাড়াও, এই কদম গাছ কিন্তু অনেক রোগের জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয়।
ট্রি অফ গডস নাম শুনে অবাক হবেন না। এই গাছকে দেববৃক্ষও বলা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা কদম্ব গাছের বা কদম গাছের কথা বলছি। কবিতা সাহিত্যেও বার বার এই গাছের উল্লেখ শুনে থাকবেন। তবে ধর্মীয় ব্যাখ্যা ছাড়াও, এই কদম গাছ কিন্তু অনেক রোগের জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয়।
advertisement
3/6
এই গাছের পাতা খেলে লিভার সুস্থ থাকে। এটি অনেক চর্মরোগ নিরাময়েও ব্যবহৃত হয়। বলা হয়ে থাকে যে এটি মুখে লাগালে মুখে উজ্জ্বলতা আসে অর্থাৎ মুখ স্বাভাবিকভাবেই উজ্জ্বল হতে শুরু করে।
এই গাছের পাতা খেলে লিভার সুস্থ থাকে। এটি অনেক চর্মরোগ নিরাময়েও ব্যবহৃত হয়। বলা হয়ে থাকে যে এটি মুখে লাগালে মুখে উজ্জ্বলতা আসে অর্থাৎ মুখ স্বাভাবিকভাবেই উজ্জ্বল হতে শুরু করে।
advertisement
4/6
আয়র্বেদাচার্য ডাঃ দীপ্তি নামদেব বলেন, এই কদম গাছের ফল শরীরের তিনটি দোষ (বাত, কফ, পিত্ত) নিয়ন্ত্রণ করে। এছাড়া এর সেবনে শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি পায়। এটি শরীরের অভ্যন্তরীণ শক্তিও দেয়।
আয়র্বেদাচার্য ডাঃ দীপ্তি নামদেব বলেন, এই কদম গাছের ফল শরীরের তিনটি দোষ (বাত, কফ, পিত্ত) নিয়ন্ত্রণ করে। এছাড়া এর সেবনে শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি পায়। এটি শরীরের অভ্যন্তরীণ শক্তিও দেয়।
advertisement
5/6
কদম্ব ফল প্রকৃতিতে তেতো হলেও শরীরের জন্য বেশ উপকারী। ডাঃ দীপ্তি জানান, অনেক ওষুধ তৈরিতেও এই গাছ ব্যবহার করা হয়।
কদম্ব ফল প্রকৃতিতে তেতো হলেও শরীরের জন্য বেশ উপকারী। ডাঃ দীপ্তি জানান, অনেক ওষুধ তৈরিতেও এই গাছ ব্যবহার করা হয়।
advertisement
6/6
তিনি জানান, শরীরের ক্ষত সারাতেও এই গাছ উপকারী। এর ছাল থেকে তৈরি দ্রবণ শরীরের ক্ষতস্থানে লাগালে ক্ষত সেরে যায়। এর ফল শরীরকেও শক্তিশালী করে। ধর্মীয় পুরাণেও এর গুরুত্ব রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গাছটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত।
তিনি জানান, শরীরের ক্ষত সারাতেও এই গাছ উপকারী। এর ছাল থেকে তৈরি দ্রবণ শরীরের ক্ষতস্থানে লাগালে ক্ষত সেরে যায়। এর ফল শরীরকেও শক্তিশালী করে। ধর্মীয় পুরাণেও এর গুরুত্ব রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গাছটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
advertisement