Red Meat: রবিবার মটন না হলে চলে না? রেড মিট ছাড়া চোখে অন্ধকার দেখেন! হার্ট অ্যাটাককে ডেকে আনছেন না তো?
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
রেড মিট সেবন এবং হার্টের রোগের ঝুঁকির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর এটা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন-এর তরফে জানানো হয়েছে যে, রেড মিট বিশেষ করে সসেজ, বেকন এবং সালামিতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটস এবং কোলেস্টেরল থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেড মিট Heme Iron-এ সমৃদ্ধ। এই আয়রন শীঘ্রই দেহ শোষণ করে নিতে পারে। আয়রন স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এই Heme Iron সেবন করা হলে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ বৃদ্ধি পায়। যা হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। আবার রেড মিট সেবনের সঙ্গে trimethylamine N-oxide (TMAO)-এর যোগ রয়েছে। আর উচ্চমাত্রায় TMAO থাকলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement