Healthy Lifestyle Tips: আপনি কি রাতে আলো জ্বালিয়ে ঘুমোন? হার্টের অসুখ থেকে ডায়াবেটিস! উঁকি দিতে পারে মারণরোগ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle Tips: ঘুমের সময় আলো জ্বাললে আপনার মস্তিষ্কে ব্যাঘাত ঘটবে। যত বেশি হালকা ঘুমবেন তত শরীরে সমস্যা হবে।
advertisement
advertisement
advertisement
আমেরিকার ইলিনোইসেক নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের (Feinberg School of Medicine – Northwestern University) বিজ্ঞানীরা ঘুম নিয়ে এমন তথ্য প্রকাশ্যে এনেছেন যা শুনলে কপালে উঠবে চোখ ৷ এই সমীক্ষায় দাবি করা হয়েছে যে রাত্রিবেলা আলো জ্বেলে ঘুমালে হার্টের সমস্যা ও ডায়বেটিসের ঝুঁকি বাড়তে থাকে ৷ রাত্রিবেলা আলো জ্বেলে ঘুমালে হৃদস্পন্দন বাড়তে থাকে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু ঘুমে বিঘ্ন ঘটলে কী কী হতে পারে? আসলে ঘুমের ব্যাঘাতের ফলে শরীরে নানা ধরনের পরস্পর-বিরোধী হরমোন অতিরিক্ত পরিমাণে তৈরি হয় এবং এর ফলে অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। আবার বহু গবেষণাতে এ-ও দেখা গিয়েছে যে, ঘুমের ঘাটতির প্রভাব সরাসরি ভাবে গিয়ে পড়ে হার্ট এবং ব্লাড সুগারের উপর। যার অর্থ হল, যদি কারও ঘুম পর্যাপ্ত না-হয়, তা-হলে তিনি হার্টের রোগী হয়ে যেতে পারেন। এমনকী দেখা দিতে পারে ডায়াবেটিসের মতো সমস্যাও। এখানেই শেষ নয়, সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে যে, সঠিক পরিমাণে ঘুম না-হলে হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই ঘুমের সময় আলো নিবিয়ে শোয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
