#কলকাতা: মাছে -ভাতে বাঙালি এটা একেবার প্রচলিত কথা৷ মাছ খেতে যেমন ভাল তেমনিই মাছের একাধিক গুণও রয়েছে৷ তবে বাঙালি খুব একটা সি ফুড খায় না৷ সি ফুডের একাধিক গুণের পাশাপাশি সেটা যৌন মিলন ক্ষমতাকেও দ্রুত বৃদ্ধি করে৷ এমনকি মহিলাদের প্রজনন ক্ষমতাতেও বড় প্রভাব থাকে এই সি ফুডের৷ তবে বাঙালি সি ফুড না খেলেও একটি যা জিনিস খায় আর সেটা যে পরিমাণে খায় তাতেই বিদেশিদের বিছানার খেলায় হারানোর ক্ষমতায় বলে বলে গোল দিতে পারে৷ তা হল ইলিশ মাছ৷ Photo- Representative
মিশিগান ও টেক্সাসের ৫০০ দম্পতির ওপর এই সমীক্ষা চালানোর পরেই এই সি ফুডের গুণ জানা গেছে৷ যার থেকে বাঙালি দম্পতিরাও চাঙ্গা হয়েই উঠতে পারেন কারণ তাঁরা যেভাবে ইলিশ মাছ খান তার থেকে নিশ্চিতভাবে তাঁদের যৌন মিলনের আকাঙ্খা প্রেমকে আরও মাখোমাখো করবে৷ সমীক্ষায় দেখা গেছে সন্তান ধারণের ইচ্ছুক দম্পচতি নিয়মিত খাবারের মধ্যে এই ধরণের মাছ লাগলে তাঁদের যৌন ইচ্ছা বা লিবিডো প্রভাবিত হয়৷ সমীক্ষায় দেখা গেছে যে দম্পতিরা মাছ খান না তাঁদের থেকে যাঁরা মাছ খান তাঁদের শারীরিক মিলনের ইচ্ছা ২২ শতাংশ বেশি৷ Photo- Representative
আসলে মাছে প্রোটিনের পরিমাণ এবং অন্যান্য গুণগত জিনিসের পরিমাণ খুবই বেশি থাকে৷ যা খুবই ভাল ও পুষ্টিকর ডায়েট হয়৷ তবে দেখতে হবে যেকোনও মাছেই যেন মার্কারি এক্সপোজার না থাকে৷ Photo- Representative Disclaimer: এই প্রতিবেদনের কোনও তথ্যের পুষ্টি করেন News18 Bangla , জার্নালে প্রকাশিত তথ্যের আধারে এই প্রতিবেদন প্রকাশিতত৷ কার্যকারিতা জানতে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ বাঞ্ছনীয়৷