Healthy Lifestyle: শীতের সকালে বহু চেনা এই ফল খান, রোগ পালাবে এমন যেন যম দাঁড়িয়ে
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Healthy Lifestyle: ডুমুর এক কাপ জলে সারারাত ভিজিয়ে রেখে পরের দিন খেলে নানা উপকার পাওয়া যায়। এছাড়াও এই ফলটি অন্যান্য শুকনো ফলের সঙ্গেও খাওয়া যেতে পারে।
: শীতে শরীর সুস্থ রাখতে চিকিৎসকেরা আমাদের নানা ধরনের খাবার খাওয়ার পরামর্শ দেন। এই মরশুমে ডুমুর খাওয়ার নানা উপকারিতা রয়েছে। এটি সুপারফুড হিসেবেও পরিচিত। শীতকালে প্রতিদিন সকালে ডুমুর খাওয়া উচিত। ডুমুর এক কাপ জলে সারারাত ভিজিয়ে রেখে পরের দিন খেলে নানা উপকার পাওয়া যায়। এছাড়াও এই ফলটি অন্যান্য শুকনো ফলের সঙ্গেও খাওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
হোমিওপ্যাথি চিকিৎসক ডা. পঙ্কজ পানুলি আমাদের জানিয়েছেন, ডুমুর সঠিক ভাবে এবং সঠিক পরিমাণে খাওয়া হলে শরীরের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। এতে থাকা মিনারেল এবং ভিটামিন এটিকে সুপারফুডে পরিণত করেছে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও বিশেষ উপকারী। ঘুমানোর আগে দুধে রান্না করা ২ থেকে ৩টি ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
advertisement
ডুমুর খেলে হাড়ের স্বাস্থ্য ভাল হয়, এতে উপস্থিত ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও ডুমুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-সি, ভিটামিন-ই এবং ভিটামিন-এ, যা ত্বকের জন্য অত্যন্ত অপরিহার্য। নিয়মিত ডুমুর খেলে তা আমাদের ত্বকে পুষ্টি যোগায়, তাই শীতে আমাদের ত্বক সুস্থ রাখতে নিয়মিত ডুমুর খাওয়া যেতে পারে।
advertisement