Healthcare: দিনভর মাথায় হাবিজাবি চিন্তা! বাড়িতে বসে এই কয়েকটি ব্যায়াম করলেই ফল পাবেন হাতেনাতে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Healthcare: সবাই-ই বিভিন্ন সময় বিভিন্ন কারণে চিন্তিত থাকছেন। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শরীর খারাপ হয়ে যায়। চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য খেতে হয় ওষুধও।
advertisement
advertisement
advertisement
advertisement
যোগব্যায়ামের পাশাপাশি প্রাণায়াম অনুশীলন করাও খুবই গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন প্রবাহ বাড়ানগেলে মন এবং শরীর উভয়ই ভাল থাকে। যোগা এক্সপার্ট প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যোগাও একধরনের ওষুধ। বিভিন্ন সময় রোগীদের ডাক্তাররা যোগা করার পরামর্শ দিয়ে থাকেন। চিন্তা তো দূর হবেই, তার সঙ্গে মিলবে নানা শারিরীক উপকারিতা।
advertisement
প্রত্যেকদিন সন্ধ্যা অথবা সকালে পদ্মাসন, গোমুখাসন ও ভদ্রাসন, এই তিনটি যোগাসন করলে উপকার পাবেন। প্রত্যেকটা আসন ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে রেখে, আবার অল্প বিশ্রাম নিয়ে শুরু করতে হবে। তবে প্রত্যেক যোগাসন করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। নিয়মিত ব্যয়ামগুলি করলে খুব তাড়াতাড়ি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। (তথ্য - বনোয়ারীলাল চৌধুরী)