Diabetes: ডায়াবেটিস থেকে ক্যানসার, সবেতেই দারুণ উপকারী গোল মরিচ, কালোর যে এত গুণ জানতেন?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Black Pepper Health Benefits: মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়: গোল মরিচে উপস্থিত পেপারিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। খাদ্যতালিকায় গোল মরিচ অন্তর্ভুক্ত করলে, তা মানসিক স্বাস্থ্য ভাল রাখে এবং অ্যালঝাইমার্স রোগের ঝুঁকি কমায়। এর পাশাপাশি কালো মরিচ স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকর।(ছবি-ক্যানভা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কালো মরিচের অপকারিতা: কালো মরিচ খেলে বড় কোনও সমস্যা হয় না। কিন্তু এটি অতিরিক্ত পরিমাণে সেবন করলে হজমের সমস্যা হতে পারে। এর পাশাপাশি মুখে ও গলায় জ্বালার মতো সমস্যা হতে পারে। তবে এটি কেবল কালো মরিচের ক্ষেত্রেই নয়। খাদ্যতালিকায় গরম মশলা বেশি পরিমাণে থাকলেও এই সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। (ছবি-ক্যানভা)