খাবারই শরীররে পুষ্টি জোগায়। কিন্তু সেই খাবার আপনি কোন পাত্রে রেখে খাচ্ছেন বা রান্না করছেন তা-ও আপনার শরীরে বিপুল প্রভাব ফেলে। রান্নার সময় কোন বাসন ব্যবহার করেন? আর রোজ কোন বাসনে খাবার খান? রান্নাটি করার সময় ও খাওয়ার সময় যে বাসন ব্যবহার করছেন, সেই বাসনের উপাদানও কিন্তু রান্নায় মিশছে। কাজেই শরীর সুস্থ রাখার জন্য বাসন ব্যবহার করার ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার। তাই কোন ধরনের বাসনে শরীরের উপকার হয়, জেনে নিন। (Health Tips)