Health Tips: মাঝ রাতের পর ঘুমোতে যান? ঘটে যেতে পারে বিরাট অঘটন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Health Tips: তিনটে বেজে যাচ্ছে এদিকে চোখে ঘুম নেই? সর্বনাশ আটকাতে পারবেন না! জানুন
রোজের ব্যস্ততা! কাজের চাপ! সব কিছু মিলিয়ে মানুষের হাতে সময় এখন খুব কম! সারাদিনের কাজের পর বাড়ি ফিরে অনেকেরই ঘুমোতে দেরি হয়! রাতে বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করতে করতেই কখন ঘড়িতে তিনটে বেজে যায় খেয়াল থাকে না! আর এটা করলেই কিন্তু মহা সর্বনাশ হচ্ছে শরীরের! গবেষকরা বলছেন রাতে দেরি করে ঘুমোতে গেলে তা শরীরের জন্য খুব খারাপ! photo source collected
advertisement
advertisement
মধ্যরাতের পরে ঘুমোতে গেলে সব থেকে বেশি সমস্যা হয় ওজন বেড়ে যাওয়ার! বেশি রাত পর্যন্ত জেগে থাকলে শরীরে খিদে কম করার হরমনের ক্ষরণ কমে যায়! উল্টে ঘ্রেলিন মানে খিদে বেশি পাওয়ার হরমোন ক্ষরণ বেড়ে যায়! ফলে রাতে খেয়ে নেন অনেকেই! যার ফলে দ্রুত ওজন বাড়তে থাকে! হাজার চেষ্টা করলেও এই ওজন কমানো কিন্তু মুশকিল! photo source collected
advertisement
advertisement
advertisement