Health Tips: ফোঁড়া পাকছে না? বা পেকে গেলেও ফাটছে না? অসহ্য যন্ত্রণা? এই ঘরোয়া উপায়ে ফোড়া সারান মাত্র ১ দিনেই
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনেকের-ই ঘনঘন ফোঁড়া হয়। বিশেষ করে, পিঠে, থাই, বগলে। অনেক সময় ফোঁড়া পেকে গেলেও ফাটে না। অসহ্য যন্ত্রণায় জীবন জেরবার। মূলত, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীরের বিভিন্ন স্থানে ফোঁড়া হয়। ফোঁড়া কমাতে অ্যান্টিবায়োটিক খান অনেকেই, কিন্তু তার-ও অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে, ফোঁড়া সারবে মাত্র ২ দিনে--
advertisement
ফোড়া পেকে গেলেও ফাটছে না? মুসুরের ডাল বেটে, সামান্য গরম করে ফোড়ার উপর প্রলেপ দিন, ফোঁড়া সঙ্গেসঙ্গে ফেটে যাবে।
advertisement
advertisement
পানের পাতা ফোঁড়ার জন্য খুবই উপকারী। পান পাতার সোজা পিঠে ঘি মাখিয়ে ফোড়ার উপর বসালে ফোঁড়া তাড়াতাড়ি পাকে ও ফেটে যায়।
advertisement
ফোঁড়ার ব্যথা কমাতে পেঁয়াজের রস গরম করে লাগান। ফোঁড়া অর্জুন গাছের পাতা দিয়ে ঢেকে রাখলে দ্রুত পাকে ও ফেটে যায়। অর্জুন পাতার রস ক্ষত স্থানে লাগালে ঘাঁ দ্রুত শুকিয়ে যায়।
advertisement
ফোঁড়া কমাতে এক থেকে দেড় চামচ হলুদ দুধে মিশিয়ে ফোঁড়ায় লাগান। ৩০ মিনিট রেখে দিন এভাবে। ফোঁড়া ২ দিনে ফেটে যাবে।
advertisement
দু-তিন খোয়া রসুনের পেস্ট বানিয়ে ফোঁড়ার উপর লাগান বা এক টুকরো রসুন গরম করে দিনে ১০ মিনিট করে বার বার ফোঁড়ার ওপর সেক দিন।
advertisement