Health Benefits: পালং-মেথি ছাড়ুন, ক্যালসিয়ামে ঠাঁসা সস্তার এই শাকেই হাড় হবে শক্ত,সারবে লিভার-হার্টের সব অসুখ
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এই শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। নিয়মিত এই শাক খেলে হজমশক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়। কোষ্ঠকাঠিন্য হলে এই শাক তুলে বেটে এক পোয়া রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে দু'বেলা খেলে উপকার পাওয়া যায়। তবে এই উপকার পেতে অন্তত এক সপ্তাহ খাওয়া দরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে। তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে। ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয়। হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এছাড়াও পর্যাপ্ত পরিমানে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়ার রোগীদের জন্য দারুণ উপকারী।








