Health Tips: গরমে ঝলসে যাচ্ছে শরীর, ঠান্ডা থাকতে পান করুন ডিটক্স ওয়াটার! রইল রেসিপি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গরমে শরীরকে ঠান্ডা রাখতে ভরসা রাখুন ডিটক্স ওয়াটারে। (Health Tips)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদি কালোজামের মতো ফল দেন, তা হলে চামচ দিয়ে সামান্য ক্রাশ করে দিন, যাতে ফাইবার, ফলের রস দুটোই জলে মিশতে পারে। সুন্দর গন্ধের জন্য এর মধ্যে পুদিনা পাতা দিতে পারেন। কী ফল দেবেন, সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করছে। তবে সিজনাল ফল দিলে, তার উপকারিতা বেশি। একবার বানিয়ে রাখলে দু-তিন দিন অনায়াসে তা খেতে পারেন।
advertisement
তবে ডিটক্স ওয়াটার খেলেও গোটা ফল অবশ্যই খেতে হবে। এই জল খেতে সুস্বাদু এবং ভীষণ উপকারী হলেও তা কখনও গোটা ফলের পরিপূরক হতে পারে না, কারণ ফলের ফাইবার এতে পুরোপুরি থাকছে না। আর কোনও কিছুই অতিরিক্ত করা বুদ্ধিমানের কাজ নয়, এ ক্ষেত্রেও তাই। ডিটক্স ওয়াটার উপকারী হলেও দিনে ২-৩ লিটারের বেশি কিন্তু খাবেন না।