Health Tips| How To Get Vitamin D: টানা ঘরবদ্ধ থাকলে কমবে Vitamin D! সূর্যের আলো গায়ে মাখবেন কী ভাবে? রইল টিপস!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Health Tips| How To Get Vitamin D: প্রতিদিন অফিসে যাওয়ার আগে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটতে হবে বা দৌড়াতে হবে।
advertisement
advertisement
কাজের আগে শরীরচর্চা প্রতিদিন অফিসে যাওয়ার আগে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটতে হবে বা দৌড়াতে হবে। হাঁটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যায়াম, এতে শরীর যেমন ভাল থাকবে তেমন খোলা আলো হাওয়ায় ভিটামিন ডি-র অভাবও পূরণ হবে। একটানা অফিসে কাজ করার ফলে ক্লান্তি, পিঠে ব্যথার মতো যে সব সমস্যা তৈরি হয় তাও খানিকটা কমে আসবে।
advertisement
অফিসের বাইরে হোক মধ্যাহ্নভোজ রোজ ক্যাফেটেরিয়ায় বসে খেতে আর ভালো লাগে না। এ বার থেকে বাইরে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন। হালকা রোদের বসে সহকর্মীদের সঙ্গে গল্প আড্ডা দিতে দিতে সেরে নিতে হবে লাঞ্চ। তাতে মনও হাল্কা হবে। একই সঙ্গে রোদে না বসার জন্য শরীরে যে ভিটামিন ডি-এর ঘাটতিটা দেখা যাচ্ছে সেটাও ঠিক হবে।
advertisement
advertisement
গাড়ি পার্ক করা থাক দূরে একেবারে পার্কিং লটে হুশ করে ঢুকে পড়ার দরকার নেই তো! এ বার থেকে একটু দূরে গাড়ি পার্ক করা যায়। অথবা হাতে সময় নিয়ে বেরিয়ে অফিস থেকে কিছু দূরে ছেড়ে দেওয়া যায় ট্যাক্সি, বাস থেকে নেমে পড়া যায় এক স্টপেজ আগে। বাকি পথটা হেঁটে ঢোকা যায় অফিসে- তাতে প্রাকৃতিক আলোয় হাঁটা হয়ে যাবে এমনিতেই!