Health Tips: ঘন ঘন হাই উঠছে ? হালকা ছলে নেবেন না, হয়তো এই রোগ বাসা বেঁধেছে শরীরে

Last Updated:
ঘন ঘন হাও তোলা মোটেও ভাল লক্ষণ নয়, বড় কোন-ও রোগের ইঙ্গিত
1/5
 খুব বেশি হাই উঠছে? সতর্ক হন। ঘনঘন হাই তোলা বড় কোন-ও রোগের লক্ষণ হতে পারে
খুব বেশি হাই উঠছে? সতর্ক হন। ঘনঘন হাই তোলা বড় কোন-ও রোগের লক্ষণ হতে পারে
advertisement
2/5
 চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, ‘স্লিপ অ্যাপনিয়া’ বা ‘ইনসোমনিয়া’-র মতো সমস্যা থাকলে নিয়মিত ঘুমে ব্যাঘাত ঘটতে থাকে। তাই অতিরিক্ত হাই উঠতে থাকলে দ্রুত সাবধান হয়ে যান।
চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, ‘স্লিপ অ্যাপনিয়া’ বা ‘ইনসোমনিয়া’-র মতো সমস্যা থাকলে নিয়মিত ঘুমে ব্যাঘাত ঘটতে থাকে। তাই অতিরিক্ত হাই উঠতে থাকলে দ্রুত সাবধান হয়ে যান।
advertisement
3/5
বেশ কিছু ওষুধের প্রভাবেও ঘন ঘন হাই উঠতে পারে। যেমন কাশি কমানো বা স্নায়ুর কোনও রোগের ওষুধ খেলে ঘুমঘুম ভাবে ঘিরে থাকে। সেই কারণেও হাই ওঠে অনেক সময়।
বেশ কিছু ওষুধের প্রভাবেও ঘন ঘন হাই উঠতে পারে। যেমন কাশি কমানো বা স্নায়ুর কোনও রোগের ওষুধ খেলে ঘুমঘুম ভাবে ঘিরে থাকে। সেই কারণেও হাই ওঠে অনেক সময়।
advertisement
4/5
পর্যাপ্ত অক্সিজেন হার্টে না পৌঁছলে হার্টের রোগ দেখা দিতে পারে। তাই হার্টের অন্যান্য লক্ষণের পাশাপাশি যদি অতিরিক্ত হাই ওঠে তবে দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হন।
পর্যাপ্ত অক্সিজেন হার্টে না পৌঁছলে হার্টের রোগ দেখা দিতে পারে। তাই হার্টের অন্যান্য লক্ষণের পাশাপাশি যদি অতিরিক্ত হাই ওঠে তবে দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হন।
advertisement
5/5
অত্যধিক মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে যদি কেউ থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত হাই ওঠে। কোনও বিষয় নিয়ে মনের মধ্যে ভয় তৈরি হলেও এমন সমস্যা দেখা দিয়ে থাকে।
অত্যধিক মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে যদি কেউ থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত হাই ওঠে। কোনও বিষয় নিয়ে মনের মধ্যে ভয় তৈরি হলেও এমন সমস্যা দেখা দিয়ে থাকে।
advertisement
advertisement
advertisement