Health Tips: দীর্ঘ সময় এসি ঘরে থাকা-কাজ করা? চোখের এই সমস্যাকে অবহেলা করবেন না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তার মধ্যে সবচেয়ে পরিচিত শুষ্ক চোখ বা ড্রাই আইজ। (Health Tips)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দীর্ঘ ক্ষণ কম্পিউটারের পর্দায় একটানা তাকিয়ে থাকলে দেখা দিতে পারে 'কম্পিউটার ভিশন সিনড্রোম'। কম্পিউটার বা ল্যাপটপের পর্দা যেহেতু দ্রুত পরিবর্তিত হয়, তাই বারবার কেন্দ্রিভূত করতে হয় দৃষ্টি। এতে চোখের পেশী ও স্নায়ুর উপর চাপ পড়ে। এক ভাবে পর্দার দিকে তাকিয়ে থাকলে কমে চোখের পলক পড়ার সংখ্যা। ফলে দ্রুত শুকিয়ে যায় চোখ। তাই নিয়মিত চোখে জল দেওয়া ও নিয়মিত জল পান করা অত্যন্ত জরুরি।
advertisement