Health Tips: গাড়ি-বাসে উঠলেই বমি পায়? এই ৩ কাজ অবশ্যই করুন, মুক্তি মিলবে নিশ্চিত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Health Tips: অ্যাসিডিটির সমস্যা থাকলে বমি হতে পারে, অসুস্থতার জন্য বমি হতে পারে, বাজে কোন গন্ধের কারণেও বমি হতে পারে।
উত্তর দিনাজপুর:বাসে বসলেই কি বমি বমি ভাব? এই কয়েকটি খাবার নিয়ে গেলেই বাসে বমি থেকে মুক্তি পাবেন। দূরে কোথাও বেরোতে গিয়ে বাসে উঠলেই বমি হচ্ছে? আবার অনেকের পাহাড়ে ঘুরতে গিয়ে গাড়িতে উঠলেই বমি পায় সঙ্গে শুরু হয় মোশন সিকনেস বা মাথা ঘোরা। যার কারণে যে কোনও জায়গায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। কী কারণে হয় এই সমস্যা?
advertisement
বিশিষ্ট চিকিৎসক কিংশুক দাশগুপ্ত জানেন, সাধারণত বাসে বা প্রাইভেট কারে উঠলে মোশন সিকনেস হয়ে থাকে। এ ছাড়া এসিডিটির সমস্যা থাকলে হতে পারে বমি, বাজে গন্ধ থেকেও বমি হতে পারে। তবে পেট্রোল ডিজেলের গন্ধ আর গাড়ির ধোঁয়া বমির প্রবণতাকে বাড়িয়ে তোলে। সেই সঙ্গে চলে মাথা ঘোরা। এই সমস্যা গুলো মোশন সিকনেস বা সেনসোরি মিসম্যাচের কারণে হয়।
advertisement
advertisement
advertisement