Health Tips: হলুদ না, দুধের সঙ্গে মিশিয়ে খান 'এই' ২ দুর্ধর্ষ জিনিস! ঘেঁষবে না বিপি-ডায়াবেটিস! ওজন থাকবে কন্ট্রোলে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Health Tips: ছোট থেকে বড় অনেকেরই সারা বছর রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস করে দুধ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। পুষ্টিবিদরাও রোজের ডায়েটে দুধ রাখার কথা বলে থাকেন।
advertisement
advertisement
advertisement
শুধু শরীর নয়, দুধ এবং গুড়ের যুগলবন্দি যত্ন নেয় ত্বকেরও। রক্ত ভিতর থেকে পরিষ্কার হয় দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেলে। ফলে ব্রণ, ত্বকের দাগছোপ এবং এই সংক্রান্ত যাবতীয় সমস্যার সহজ সমাধান করে এই পানীয়। এ ছাড়া ত্বকে কোলাজেন নামক পুষ্টির জোগান দিতেও এই দুধের সঙ্গে চিনি নয়, গুড় মিশিয়ে খেতে পারেন। এর ফলে ত্বক নরম এবং মসৃণ থাকে।
advertisement
advertisement
দ্বিতীয়, অশ্বগন্ধা রাসায়নিকযুক্ত একটি ঔষধি। এটি প্রতিটি রোগের ওষুধ হিসাবে বিবেচিত হয়। এতে যে সমস্ত রাসায়নিক ওষুধ রয়েছে, তারা রোগ, বার্ধক্য এবং বয়স কমায়। অশ্বগন্ধা শীতল অঞ্চল ছাড়া সব অংশেই পাওয়া যায়। অশ্বগন্ধা আয়ুর্বেদের একটি খুব জনপ্রিয় এবং কার্যকর ওষুধ। এর মূল থেকে পাউডার তৈরি করা হয়।
advertisement
যা দুধ দিয়ে খাওয়া যায়। এটি দুধের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে। রাসায়নিক ওষুধ হওয়ায় এটি যে কোনও ধরনের রোগ নিরাময়ে এবং বার্ধক্য প্রতিরোধে খুবই উপকারী। অশ্বগন্ধায় সব ধরনের ভিটামিন পাওয়া যায়, যা এই রোগের প্রতিষেধক । একে মাল্টিভিটামিন ওষুধও বলা হয়। অনেক ধরনের রোগের চিকিৎসায় উপকারী। এটি খেলে অকাল বার্ধক্য রোধ হয়।
advertisement