Health Tips: ডায়াবেটিসে ব্রহ্মাস্ত্র এই পাঁচ পানীয়, অতি সহজেই সুগার হবে কাবু, মারণ রোগকে কয়েক গোল দেবে

Last Updated:
Health Tips: ডায়াবেটিসে অনেকদিন ধরে ভুগছেন এই পানীয় দিতে পারে মুক্তি মারণ রোগ থেকে
1/8
পরিবর্তিত জীবনশৈলী, অনিয়মিত খাওয়া দাওয়া, ঘুম, অতিরিক্ত পরিমাণে চাপ বা দুশ্চিন্তার কারণেই অল্প বয়সেই শরীরে বাসা বাঁধে মারণ রোগ ৷ প্রতীকী ছবি ৷
পরিবর্তিত জীবনশৈলী, অনিয়মিত খাওয়া দাওয়া, ঘুম, অতিরিক্ত পরিমাণে চাপ বা দুশ্চিন্তার কারণেই অল্প বয়সেই শরীরে বাসা বাঁধে মারণ রোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
ডায়াবেটিস এমন মারণ রোগের মতই অন্যতম এটি সহজে সারেনা কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব ৷ তাই আর দেরি হয় বেশ কিছু প্রতিকারক পদ্ধতি আছে আজই সেইগুলি একবার দেখে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
ডায়াবেটিস এমন মারণ রোগের মতই অন্যতম এটি সহজে সারেনা কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব ৷ তাই আর দেরি হয় বেশ কিছু প্রতিকারক পদ্ধতি আছে আজই সেইগুলি একবার দেখে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
টমেটো বা অন্য সব্জির রসে ব্লাডসুগার নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা পাওয়া যায় ৷ সবুজ পাতার রসে ডায়াবেটিস কমতে পারে ৷ এর সঙ্গে আমলকি ও একটু জোয়ান মিশিয়ে নিন ৷ এক পানীয় তৈরি হবে যা পান করলে পালাবার পথ পাবেনা ডায়াবেটিস ৷ প্রতীকী ছবি ৷
টমেটো বা অন্য সব্জির রসে ব্লাডসুগার নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা পাওয়া যায় ৷ সবুজ পাতার রসে ডায়াবেটিস কমতে পারে ৷ এর সঙ্গে আমলকি ও একটু জোয়ান মিশিয়ে নিন ৷ এক পানীয় তৈরি হবে যা পান করলে পালাবার পথ পাবেনা ডায়াবেটিস ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
যাঁরা ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন তাঁদের জন্য জলপান অত্যন্ত বড়সড় বিকল্প একটি ৷ পর্যাপ্ত পরিমাণে জলপান করলে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাব আকারে শরীর দিয়ে নির্গত হয় ৷ প্রাপ্ত বয়স্ক পুরুষদের দনে কমপক্ষে ১৩ গ্লাস (তিন লিটার) ও মহিলাদের দিনে অন্তত পক্ষে ৯ গ্লাস (২ লিটার) জলপান করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
যাঁরা ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন তাঁদের জন্য জলপান অত্যন্ত বড়সড় বিকল্প একটি ৷ পর্যাপ্ত পরিমাণে জলপান করলে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাব আকারে শরীর দিয়ে নির্গত হয় ৷ প্রাপ্ত বয়স্ক পুরুষদের দনে কমপক্ষে ১৩ গ্লাস (তিন লিটার) ও মহিলাদের দিনে অন্তত পক্ষে ৯ গ্লাস (২ লিটার) জলপান করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
লো ফ্যাট দুধ অর্থাৎ যে দুধে ফ্যাটের পরিমাণ কম আছে সেই দুধ চিনি ছাড়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী ৷ লো ফ্যাট দুধে ভিটামিন ও খনিজ পদার্থ আছে ৷ প্রতীকী ছবি ৷
লো ফ্যাট দুধ অর্থাৎ যে দুধে ফ্যাটের পরিমাণ কম আছে সেই দুধ চিনি ছাড়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী ৷ লো ফ্যাট দুধে ভিটামিন ও খনিজ পদার্থ আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
সোডা ওয়াটার সেল্টজার জল এক ধরনের সোডা ওয়াটার ৷ একে স্পার্কলিং ওয়াটারও বলা হয়ে থাকে ৷ সাদা জলের মত সেল্টজার জলে ক্যালোরি ও চিনি থাকেনা ৷ ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী ৷ শরীরে ব্লাডসুগার লেবেল মেনটেন করে ৷ প্রতীকী ছবি ৷
সোডা ওয়াটার সেল্টজার জল এক ধরনের সোডা ওয়াটার ৷ একে স্পার্কলিং ওয়াটারও বলা হয়ে থাকে ৷ সাদা জলের মত সেল্টজার জলে ক্যালোরি ও চিনি থাকেনা ৷ ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী ৷ শরীরে ব্লাডসুগার লেবেল মেনটেন করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
গ্রীন টি পান করলে টাইপ টু ডায়াবেটিসের রোগীদের সমস্যা অনেক কম হয়ে থাকে ৷ সাদা হার্বাল চাও পান করতে পারেন ৷ ডায়াবেটিসের রোগীদের জন্য গ্রীন টি অত্যন্ত উপকারী ৷ এছাড়াও এর অনেকক শারীরিক সুবিধাও আছে ৷ প্রতীকী ছবি ৷
গ্রীন টি পান করলে টাইপ টু ডায়াবেটিসের রোগীদের সমস্যা অনেক কম হয়ে থাকে ৷ সাদা হার্বাল চাও পান করতে পারেন ৷ ডায়াবেটিসের রোগীদের জন্য গ্রীন টি অত্যন্ত উপকারী ৷ এছাড়াও এর অনেকক শারীরিক সুবিধাও আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়টি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসের পরামর্শ নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়টি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসের পরামর্শ নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement