Health Tips: দুধ-মাছ-মাংসের পরিপূরক! কোলেস্টেরল-সুগার নিয়ন্ত্রণে রাখে, কী খাবার জানেন? বাজার খুঁজে আজই পাতে রাখুন
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Health Tips: পদ্ম শসা বা পদ্মের মূল স্বাস্থ্যের জন্য খুবই উপকারীয। পদ্মের মূল পদ্ম শসা নামে পরিচিত। একে ইংরেজিতে লোটাস রুট বলা হয়। পদ্ম শসা ওষুধে তৈরিতে ব্যবহৃত হয়।
advertisement
*পদ্ম শসা বা পদ্মের মূল স্বাস্থ্যের জন্য খুবই উপকারীয। পদ্মের মূল পদ্ম শসা নামে পরিচিত। একে ইংরেজিতে লোটাস রুট বলা হয়। পদ্ম শসা ওষুধে তৈরিতে ব্যবহৃত হয়। গত ২০ বছর ধরে নিয়ামতপুরে কৃষি বিভাগে কর্মরত গৃহবিজ্ঞানের বিজ্ঞানী ডঃ বিদ্যা গুপ্তা জানান, পদ্মের শসা ঔষধি গুণে ভরপুর। এটি নিয়মিত পাতে রাখলে মানসিক স্বাস্থ্য ভাল থাকে। ক্যানসার বিরোধী কোষের বিকাশ ঘটে।
advertisement
advertisement
*প্রথমে পদ্মফুল ফুটলে তা কেটে নিয়ে বিক্রি করা হয়। এর পর পুকুরের নিচ থেকে এদের শিকড় টেনে বের করেন চাষিরা। এই পদ্ম মূল দিয়ে নানা ধরনের সবজি তৈরি করে খাওয়া যায়। বিশেষ করে সিন্ধি সম্প্রদায়ের মানুষের কাছে এটি খুবই প্রিয় একটি সবজি হিসেবে বিবেচিত হয়। কেউ কেউ আরও বলেন, পদ্ম মূলে এত বেশি প্রোটিন থাকে যে এটি আমাদের শরীরে মাংস ও মাছের ঘাটতিও পূরণ করে। তাই যাঁরা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাঁরা এটি নিয়মিত তাঁদের ডায়েটে যোগ করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement