• চলছে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ ৷ বারবারই চিকিৎসরা বলছেন, শিশুকে প্রথম ৬ মাস অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে ৷ এতে সুস্থ, সবল হবে সন্তান ৷ এমনকি স্তন্যপান করালে কমে স্তন ক্যান্সারের ঝুঁকিও ৷ ১৯৯২ সালে প্রথম ওয়ার্ল্ড অ্যালিয়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করেছিল ৷ নতুন মায়েদের তাই উচিত বাচ্চাকে নিয়মিত স্তনপান করানো ৷ সেই কারণেই এই খাবারগুলো রাখা উচিত প্রতিদিনের মেনুতে ৷ এতে বুকে দুধের পরিমাণ বাড়বে ৷