পুরুষদের বন্ধ্যাত্বের অন্যতম কারণ স্পার্ম কাউন্ট কম থাকা৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, এই সমস্যা দুধরনের হতে পারে৷ প্রথমত, ওলিগোস্পার্মিয়া এবং দ্বিতীয়ত অ্যাজুস্পার্মিয়া৷ দ্বিতীয় ক্ষেত্রে মানব শরীরে শুক্রাণু উৎপাদনই হয় না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা৷ কিন্তু, এই দুই সমস্যাই শারীরবৃত্তীয় প্রক্রিয়া৷ এতে বাইরের পরিবেশের তেমন কোনও প্রভাব নেই৷ কিন্তু, জানেন কি, বাইরের পরিবেশ, খাওয়া দাওয়া সবকিছুই আমাদের স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতার উপরে গুরুতর প্রভাব ফেলে৷